০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
উথান মজুমদার, বিশেষ প্রতিনিধি :

মঠবাড়িয়ায়  ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে 

  • প্রকাশিত ০৬:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ২১০ বার দেখা হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রায় ৯মাস আগে বিএনপি কার্যালয় হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আতংঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সাংসদ শামীম শাহনেওয়াজ ও তার কনিষ্ঠ ভাই সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান এবং অপর মেঝভাই সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদসহ তাদের অনুসারী আ’লীগের প্রায় ৪’শ নেতা কর্মি। ওই মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাতসহ ও আ’লীগের সহযোগী সংগঠনের সাবেক সভাপতি সাধারণসহ পৌরসভা ও উপজেলার ১১ইউনিয়নের আ’লীগ নেতা কর্মিদের এ মামলায় আসামী করলেও বিভক্ত আ’লীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও তাদের অনুসারীদের রহস্য জনক কারণে কাউকেই আসামী করা হয়নি।

উপজেলা বিএনপি নেতা নাসির উদ্দিন ডলার বাদী হয়ে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করলেও মঠবাড়িয়া থানার ওসি মো. রেজাউল করিম রাজিব রোববার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বলেন, এজাহার নামীয় ৮৯ ও অজ্ঞাতনামা ২/৩’শ জনকে আসামী করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের বড় ভাই শামীম শাহনেয়াজ স্বতন্ত্র এমপি নির্বাচিত হন। ১৯ জানুয়ারী‘২৪ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে পৌর শহরের বালুর মাঠে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মামলার প্রধান আসামী সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান ও তার মেজ ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ ও তার বড় ভাই সাবেক স্বতন্ত্র এমপি শামীম শাহনেওয়াজের নেতৃত্বে প্রায় ৪’শ লোক মিছিল সহকারে ওই দিন দুপুরে বিএনপি অফিস ভাংচুর ও লুটপাট এবং অগ্নিসংযোগের করে। এতে প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়।

এ ব্যাপারে সাবেক এমপি শামীম শাহনেওয়াজ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের মুঠোফোনে বার বার যোগাযোগ করলেও ফোন বন্ধ পাওয়া যায়। তবে সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ মামলায় আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবী করে বলেন, আমাদেরকে হয়রানী করার জন্য এ মামলা করা হয়েছে।
এদিকে দ্বিধা বিভক্ত আ’লীগের সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর এবং সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান এ্যড.বায়োজিদ আহম্মেদ খানের অনুসারীরা আসামী না হওয়ায় সর্বত্র আলোচনার ঝড় বইছে।
এ বিষয়ে মামলার বাদী নাসির উদ্দিন‘র কাছে জানতে চাইলে তিনি বলেন, দ্বিধা বিভক্ত আ’লীগের দু’গ্র পকে একই মামলায় আসামী করা হলে তারা ঐক্যবদ্ধ হতে পারে এজন্য এক গ্রæপকে এ মামলায় আসামী করা হয়েছে। আ’লীগের অন্য গ্রপকেও পৃথক অন্য মামলায় আসামী করে করা হবে বলে জানান।

মঠবাড়িয়া থানার ওসি মো. রেজাউল করিম রাজিব বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Tag :
জনপ্রিয়

ফেসবুক প্রোফাইল হ্যাক হলে করণীয়

উথান মজুমদার, বিশেষ প্রতিনিধি :

মঠবাড়িয়ায়  ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে 

প্রকাশিত ০৬:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রায় ৯মাস আগে বিএনপি কার্যালয় হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আতংঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সাংসদ শামীম শাহনেওয়াজ ও তার কনিষ্ঠ ভাই সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান এবং অপর মেঝভাই সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদসহ তাদের অনুসারী আ’লীগের প্রায় ৪’শ নেতা কর্মি। ওই মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাতসহ ও আ’লীগের সহযোগী সংগঠনের সাবেক সভাপতি সাধারণসহ পৌরসভা ও উপজেলার ১১ইউনিয়নের আ’লীগ নেতা কর্মিদের এ মামলায় আসামী করলেও বিভক্ত আ’লীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও তাদের অনুসারীদের রহস্য জনক কারণে কাউকেই আসামী করা হয়নি।

উপজেলা বিএনপি নেতা নাসির উদ্দিন ডলার বাদী হয়ে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করলেও মঠবাড়িয়া থানার ওসি মো. রেজাউল করিম রাজিব রোববার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বলেন, এজাহার নামীয় ৮৯ ও অজ্ঞাতনামা ২/৩’শ জনকে আসামী করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের বড় ভাই শামীম শাহনেয়াজ স্বতন্ত্র এমপি নির্বাচিত হন। ১৯ জানুয়ারী‘২৪ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে পৌর শহরের বালুর মাঠে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মামলার প্রধান আসামী সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান ও তার মেজ ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ ও তার বড় ভাই সাবেক স্বতন্ত্র এমপি শামীম শাহনেওয়াজের নেতৃত্বে প্রায় ৪’শ লোক মিছিল সহকারে ওই দিন দুপুরে বিএনপি অফিস ভাংচুর ও লুটপাট এবং অগ্নিসংযোগের করে। এতে প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়।

এ ব্যাপারে সাবেক এমপি শামীম শাহনেওয়াজ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের মুঠোফোনে বার বার যোগাযোগ করলেও ফোন বন্ধ পাওয়া যায়। তবে সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ মামলায় আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবী করে বলেন, আমাদেরকে হয়রানী করার জন্য এ মামলা করা হয়েছে।
এদিকে দ্বিধা বিভক্ত আ’লীগের সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর এবং সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান এ্যড.বায়োজিদ আহম্মেদ খানের অনুসারীরা আসামী না হওয়ায় সর্বত্র আলোচনার ঝড় বইছে।
এ বিষয়ে মামলার বাদী নাসির উদ্দিন‘র কাছে জানতে চাইলে তিনি বলেন, দ্বিধা বিভক্ত আ’লীগের দু’গ্র পকে একই মামলায় আসামী করা হলে তারা ঐক্যবদ্ধ হতে পারে এজন্য এক গ্রæপকে এ মামলায় আসামী করা হয়েছে। আ’লীগের অন্য গ্রপকেও পৃথক অন্য মামলায় আসামী করে করা হবে বলে জানান।

মঠবাড়িয়া থানার ওসি মো. রেজাউল করিম রাজিব বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।