সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভোলা জেলার দৌলতখানে মানববন্ধন করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১ টায় দৌলতখান প্রেসক্লাবের সামনে স্থানীয় সকল সংবাদকর্মীগণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে এ মানববন্ধন পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য ও দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, দৌলতখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী জামাল, দৌলতখান মোফাস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুল মান্নান ,দৌলতখান প্রেসক্লাবের সহ সভাপতি এম এ খায়ের ও প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ মিজান, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ সোহেব,দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মো:আবু সুফিয়ান সোয়াইব, দৈনিক সংবাদ সকাল প্রতিনিধি মোঃ জিয়া উদ্দিন, দৈনিক নিরপেক্ষ মোঃ রাশেদ খান, আজকের ভোলা প্রতিনিধি মোঃ আবির, ভোলা টাইমসের প্রতিনিধি মোঃ জামালসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ঢাকা গাজীপুর চান্দনা চৌরাস্তায় নৃশংসভাবে কুপিয়ে গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে। পৈশাচিক নির্মম এই হত্যার সাথে যাহারা জড়িত তাহাদেরকে অতি ধ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সাংবাদিক তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি ছিলেন।