যারা কষ্ট দেখে হাসে তারা হিতৈষী নয়
তারা সুখ দেখে যে হিংসা করবে না তার নেই বিশ্বাস,
চোখের জলের যেখানে মূল্য নেই সে স্থান অনিরাপদ
এমন মানুষই নাটকের কাল্পনিক দৃশ্য তৈরি করতে পারে।
তারা নাটক দেখে হাসতে পারে কাঁদতে পারে
নাটকের ভিতরে ঢুকে জীবনের সার্থকতা খোঁজে,
বাস্তবতা তাদের তুচ্ছ বিরক্তের অসীম জঞ্জাল
তাদের চোখে আজ যা তুচ্ছ কাল ছিলো পরম প্রাপ্তি।
অতীতের অতুল চিত্র অমোঘ শান্তির আশ্রায়স্থল
বর্তমানে পা দিয়ে মুছে সকল অতীত, সাজায় নতুন দৃশ্য,
বড় নির্মম অন্তর তাদের বড় ছলনাময়ী প্রকৌশলী তারা
তারা কাঠামো রেখে আত্মা খুন করে হাসির ছলে।
সরলতা তাদের শিকারের লক্ষ্য বস্তু সুসময়ের তীরে
উদারতা তাদের সুযোগ লুটের তৃপ্তির সাময়িক ঢেকুর,
ব্যক্ত অঙ্গিকার পাখির বাসার শুষ্ক খড়কুটো
ভঙ্গ করে অঙ্গিকার ভঙ্গুর মানসিকতায় হবে দেউলিয়া,
একসময় পড়বেই ধরা আপন ফাঁদে পথ যাবে দূরে উৎতাল তরঙ্গ বেগে নেমে এসে আঁধার ঢেকে যাবে স্বপ্ন।