গোপালগঞ্জের কাশিয়ানীতে ফরিদা বেগম নামে এক নবজাতকের মা ভুল চিকিৎসায় নিহত হয়েছেন! নিহতের বাড়ি কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাঝকান্দি গ্রামের মো: ইমরান শেখের স্ত্রী! ঘটনাটি ঘটেছে কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজার পপুলার ক্লিনিকএ এ সময় এলাকাবাসী জানান! গত ২৭ আগস্ট বুধবার বেলা ১১ ঘটিকার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
উক্ত ঘটনায় বিশেষ এক অনুসন্ধান মূলক ভাবে জানা যায় ক্লিনিক কতৃপক্ষ :নবজাতকের খোরপোষ ও ভুল চিকিৎসায় “প্রসূতি মা
নিহতের খেসারত আড়াই লক্ষ টাকা দিয়ে বিষয়টি সমাধান করেন ।