“ভাটার আলিঙ্গন”
————————
শাহীন আল মামুন
ভাটার আলিঙ্গনে শুকিয়ে গেছে
খরস্রোতা যৌবন ভরা নদীটি;
আর চোখে পরেনা পশ্চিম গাঁয়ের
কলস বধূর কোমড় বাঁকানো নৃত্য ;
ষোড়শী আসেনা গতর ভিজাতে,
নগ্ন হয়ে স্নান করেনা জলের ভেতর ;
হাত রাখলে অনুভব হতো শীতল কম্পন,
প্রথম পুরুষ যখন নারীকে স্পর্শ করে ;
শঙ্খ চিল আর উড়েনা দল বেধে,
জলেও চুমু খায়না শিকারের ছলে ;
ডাং বাঁধা রশি কাঁধে মাঝি হাটেনা তীরে;
জেলে গেছে অন্নের ভান্ডার ত্যাগ করে,
কাঁকড়া লোভীরাও আসেনা পূর্ণিমার রাতে ;
দুই তীরের মাঝখানে ধু-ধু বালির চরে
চড়ুই পাখি ধুলা স্নান করে পবিত্র হতে;
একটি নদী, যৌবনে ছিলো পরিপূর্ণ,
ভাটাতে নিঃস্ব হয়ে বিলীনের পথে ।