ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার ২ নম্বর আসামি হিসেবে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়ার নাম রয়েছে।
১৭ই সেপ্টেম্বর মঙ্গলবার ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আজাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।
এ বিষয়ে বুধবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
ফরিদপুর-৪ (ভাংগা-সদরপুর-চরভদ্রাসন) আসনে ভাঙ্গার উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়কে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে যুক্ত করার প্রতিবাদে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল বেশ কিছুদিন যাবত মহাসড়ক অবরোধ ছিল। সোমবার ১৫ সেপ্টেম্বর আন্দোলনরত বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে ২ টি থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও নির্বাচন অফিসে ভাংচুর ও অগ্নি সংযোগ করে।
পুলিশ জানায়, হামলা ও ভাঙচুরের ঘটনায় থানার অন্তত ৪০ লাখ টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে।









