১৩ মার্চ ২০২৫ শ্রীমদ্ভাগবত গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
যাত্রাপালা কৃষ্ণ নীলা রাত্র সাড়ে দশটায় শুরু হয় রাত্র চারটা পর্যন্ত চলে।
১৪ মার্চ ২০২৫ শ্রী শ্রী অশ্বিনী গোসাই যাত্রাপালা রাত্র সাড়ে দশটা থেকে চারটা পর্যন্ত চলে এবং অনুষ্ঠান সমাপ্তি ঘটে।
যাত্রাপালা পরিচালনায়: সুকণ্ঠ গায়ক নায়ক- শ্রীমান দ্রোণাচার্য গোলদার সহযোগিতায়:পরিমল কান্তি বৈরাগী দল ম্যানেজার: বাবু বিথীন্দ্রনাথ সরদার ও বাবু পাপান কুমার মন্ডল।
কার্যকরী কমিটির সভাপতি বাবু অমল বাড়ৈ স্থান: বিশ্বসুখ জ্যোর্তিময় সেবা আশ্রম।
নয়া কান্দি,কালকিনি, মাদারীপুর।