০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জনের মৃত্যু

  • প্রকাশিত ০৫:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৮০ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শান্তিপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের রহিছ মিয়ার ছেলে আকাশ ও কুমিল্লার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে আমির হোসেন (৩৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা কয়লার মালিক আমির হোসেন নিহত হন। ট্রাকচালক আকাশ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকায় নেয়ার পথে মারা যান।

খাঁটিহাত হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক-বাস সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। অপরজন ঢাকা নেয়ার পথে মারা গেছেন। ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

ভোলার দৌলতখানে ভবানীপুর ইউনিয়নে সরকার কর্তৃক গরীব অসহায়দের মাঝে রেশন কার্ডের চাল বিতরন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জনের মৃত্যু

প্রকাশিত ০৫:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শান্তিপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের রহিছ মিয়ার ছেলে আকাশ ও কুমিল্লার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে আমির হোসেন (৩৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা কয়লার মালিক আমির হোসেন নিহত হন। ট্রাকচালক আকাশ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকায় নেয়ার পথে মারা যান।

খাঁটিহাত হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক-বাস সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। অপরজন ঢাকা নেয়ার পথে মারা গেছেন। ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বদেশ বিচিত্রা/এআর