১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলে ব্যক্তিগত বিমানের সঙ্গে বিশাল অঙ্কের বেতন পাবেন আনচেলত্তি

  • প্রকাশিত ০৭:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৮ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা ক্রীড়া ডেস্ক : ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সোমবার ( ১২ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। ২০২৬ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই ইতালিয়ান কোচ।

২০২৬ ফিফা বিশ্বকাপে চোখ রেখেই আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে সিবিএফ। তার হাত ধরেই ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আশা বুনছে সেলেসাওরা। তাই ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সফল কোচকে তুষ্ট রাখতে চেষ্টার কোনো কমতি রাখছে না ব্রাজিল। আনচেলত্তিকে একটি ব্যক্তিগত বিমান দেওয়া হচ্ছে। যদিও বেতনের ব্যাপারে খোলাসা করেনি ব্রাজিলের শীর্ষ ফুটবল সংস্থা।

ও গ্লোবো এক প্রতিবেদনে জানিয়েছে, আনচেলত্তি যেন তার মতো করে জীবন যাপন করতে পারেন, সেজন্য তাকে একটি ব্যক্তিগত বিমান দিতে চায়। রিও ডি জেনিরোতে থাকবেন এই ইতালিয়ান কোচ। সেখান থেকে ইউরোপ যেতে চাইলে সেই বিমান ব্যবহার করতে পারবেন আনচেলত্তি।

গ্লোবোস্পোর্তে জানিয়েছে, আনচেলত্তি আপাতত ১৪ মাসের চুক্তিতে সই করবেন। মেয়াদ বিশ্বকাপের পর পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। যদিও সিবিএফ তার বেতন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এল পায়েস ও দিয়ারিও এএস-এর মতো গণমাধ্যম বলছে, প্রতি মৌসুমে এক কোটি ইউরো আয় করবেন আনচেলত্তি।

যদি ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে পারেন তাহলে ৫০ লাখ ইউরো বোনাস পাবেন ইতালিয়ান এই কোচ।

আগামী ২৬ মে লা লিগা মৌসুম শেষে ব্রাজিলে যোগ দেবেন আনচেলত্তি। ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে ডাগআউটে দাঁড়াবেন তিনি। এরপর ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

মেঘনা নদীতে জেলের জালে আবারো ধরা পরলো ২৯ কেজি ওজনের বিগহেড মাছ

ব্রাজিলে ব্যক্তিগত বিমানের সঙ্গে বিশাল অঙ্কের বেতন পাবেন আনচেলত্তি

প্রকাশিত ০৭:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

স্বদেশ বিচিত্রা ক্রীড়া ডেস্ক : ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সোমবার ( ১২ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। ২০২৬ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই ইতালিয়ান কোচ।

২০২৬ ফিফা বিশ্বকাপে চোখ রেখেই আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে সিবিএফ। তার হাত ধরেই ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আশা বুনছে সেলেসাওরা। তাই ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সফল কোচকে তুষ্ট রাখতে চেষ্টার কোনো কমতি রাখছে না ব্রাজিল। আনচেলত্তিকে একটি ব্যক্তিগত বিমান দেওয়া হচ্ছে। যদিও বেতনের ব্যাপারে খোলাসা করেনি ব্রাজিলের শীর্ষ ফুটবল সংস্থা।

ও গ্লোবো এক প্রতিবেদনে জানিয়েছে, আনচেলত্তি যেন তার মতো করে জীবন যাপন করতে পারেন, সেজন্য তাকে একটি ব্যক্তিগত বিমান দিতে চায়। রিও ডি জেনিরোতে থাকবেন এই ইতালিয়ান কোচ। সেখান থেকে ইউরোপ যেতে চাইলে সেই বিমান ব্যবহার করতে পারবেন আনচেলত্তি।

গ্লোবোস্পোর্তে জানিয়েছে, আনচেলত্তি আপাতত ১৪ মাসের চুক্তিতে সই করবেন। মেয়াদ বিশ্বকাপের পর পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। যদিও সিবিএফ তার বেতন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এল পায়েস ও দিয়ারিও এএস-এর মতো গণমাধ্যম বলছে, প্রতি মৌসুমে এক কোটি ইউরো আয় করবেন আনচেলত্তি।

যদি ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে পারেন তাহলে ৫০ লাখ ইউরো বোনাস পাবেন ইতালিয়ান এই কোচ।

আগামী ২৬ মে লা লিগা মৌসুম শেষে ব্রাজিলে যোগ দেবেন আনচেলত্তি। ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে ডাগআউটে দাঁড়াবেন তিনি। এরপর ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

স্বদেশ বিচিত্রা/এআর