বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের খুনীদের আইনের আওতায় আনা ও শাস্তির দাবীতে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন করা হয়েছে।
সোমবার জাতীয় নাগরিক কমিটি লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা ও লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক আহমদ ইসমাইল বন্ধন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা সমন্বয়ক আব্দুর রহিম আসাদ, মেহেদী হাসান আয়ান, আদনান সাইফুল সাধারণ সম্পাদক, জেলা গণ অধিকার পরিষদ, এনপিপি নেতা এম এ আরিফসহ শতাধিক নেতৃবৃন্দ।
এসময় বক্তাগণ বলেন, নির্বিচারে গুলিকরে সাধারণ ছাত্র ও জনতার হত্যাকারীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। আগামী এক সপ্তাহের মধ্যে স্বৈরাচারী ও তার দোসরদের গ্রেফতার করতে হবে।
অন্যতায় কঠোর থেকে কঠোরতর কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারি দেন।