শরৎ কালের আবহাওয়া
সত্যি, বুঝা বড় দায়,
বৃষ্টি আর ঝলমলে রোদ
যেন চমক দিয়ে যায়।
ভোর-সকালে জেগে দেখি
অঝোরে আকাশ কাঁদে,
জলখাবারের পরে দেখি
ঝলমলে করে রোদে।
হটাৎ করে এই রদবদলে
মনে দেয় চিত্ত-হরণ দোলা,
কর্মস্থলে যেতে তৈরী হয়ে
দেখি ঘরের দরোজা খোলা।
এবার দেখি কালো মেঘ
আকাশ জুড়ে ছাওয়া,
মাথায় হাত দিয়ে ভাবি
এটা যে ছিলনাকো চাওয়া।
ঝিরঝিরিয়ে বৃষ্টি ফোঁটার
বাঁধা পেরিয়ে এগিয়ে চলি,
অনেক কাজ জমে আছে
শেষ করবো, নিজেকে বলি।
শেষ বেলাতে ফিরবো বাড়ি
দেখি শিঁদুরে আকাশ ছাওয়া,
রংমালা দেখে বিভোর হয়ে
ভাবি, এইতো পরম পাওয়া।








