বর্তমান পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে সমাজের শান্তি, শৃঙ্খলা,সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠন এবং যেকোনো ধরনের অসামাজিক ও বেআইনি কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে বৃহত্তর বাকলিয়া রাহাত্তারপুর সমাজ কমিটির পক্ষ থেকে এলাকার সুধীজন ও অন্যান্যদের সমন্বয়ে মোহাম্মদ সাইদুল আলমের সঞ্চালনায় এবং হারুন সাহেবের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত।
উক্ত প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, মোহাম্মদ সেকান্দার,মোহাম্মদ মনজুর আলম,মো:আব্দুর রহমান,মোহাম্মদ নুরনবী,মুহাম্মদ ইমন,মোহাম্মদ শাহজাহান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করে তা সফল করতে সকলের সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি সমাজে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ বজায় রাখতে বহুমুখী পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা ও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করার কথা জানান। বক্তারা তাদের আলোচনায় যেকোনো অনৈতিক পরিস্থিতি ঐক্যবদ্ধ থেকে মোকাবেলার ও আহ্বান জানান।
তাছাড়াও অনুষ্ঠানের সভাপতি মোঃ হারুন সাহেব তার বক্তব্যে বলেন,” আমরা সম্মিলিতভাবে সকল সচেতন নাগরিক সমাজের সমন্বয়ে ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমাদের সমাজের মানুষকে বহুমুখী কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেবা,নিরাপত্তা এবং উন্নত পরিবেশে জীবনযাপনের প্রয়োজনীয় পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করছি।তাছাড়াও যেকোনো সচেতন নাগরিকের মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠায় আমরা কাজ করতে বদ্ধপরিকর।” এজন্য উনি তার বক্তব্যে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।প্রসঙ্গত বলতে হয় উপস্থিত অনেকের সাথে কথা বলে জানতে পারি তাদের নাগরিক স্বস্তির অনুভূতি,এবং অনেকেই উক্ত সংগঠনকে এলাকার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার অভিভাবক হিসেবে তাদের অনুভূতি প্রকাশ করেন। পরিশেষে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাজের সকলের নিরাপত্তা ও উন্নতজীবন মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মোঃ হারুন সাহেব।