————————————————————————
১৪ অক্টোবর,ফেনীতে বীর মুক্তিযোদ্ধা শিক্ষক নেতা মীর হোসেন ভূইয়ার স্মরণে ফেনীর মুক্ত বাজারে এক শোক এ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যান পরিষদ এর আয়োজনে কার্যকরী সভাপতি আবু তাহের কমরেড এর সভাপতিত্বে এবং গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলুর সঞ্চালনায় উক্ত সভায় মরহুমের কর্মময় ও রাজনৈতিক জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন -ফেনী জেলা প্রগতিশীল আইনজীবী পরিষদের আহ্বায়ক এডভোকেট সমির চন্দ্র কর প্রগতিশীল নাগরিক ফেরাম -ফেনীর আহবায়ক গিয়াস উদ্দিন ভূঁইয়া,জে এস ডি ফেনীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দিন চাচ্চু, প্রয়াত মির হোসেন ভূঁইয়ার সুযোগ্য সন্তান অ্যাডভোকেট রাজিভ হাসান, বাংলাদেশ ট্রেড ইউনিযন সংঘ ফেনী জেলার আহ্বায়ক নাসির উদ্দিন ভূঁইয়া সবুজ, মুক্তিযোদ্ধার সন্তানআবু সিনা সরোয়ার এ বিশিষ্ট শিক্ষানুরাগি ও সংগঠক মির্জা আবুল কাশেম প্রমূখ।
সভায় বক্তারা বলেন – মির হোসেন ছিলেন একজন দেশপ্রেমিক, সারা জীবন তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন, অন্যায় অনিয়মের সাথে কোনদিন আপোষ করেন নাই, তিনি একজন শিক্ষানুরাগী ছিলেন, শিক্ষা বিস্তারে তার অবদান অবিস্মরণীয়, তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন, মহান স্বাধীনতার সংগ্রামে তিনি ন্যাপ- কমিউনিস্ট পার্টি -ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর ফেনী মহকুমা কমান্ডার হিসাবে গেরিলা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।
বক্তারা প্রয়াত মির হোসেন ভূঁইয়ার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে এদেশে একটি গণতান্ত্রিক সমাজ কাযেমের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় প্রয়াত মির হোসেন ভূইয়ার রাজনৈতিক সহকর্মীরা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাশেষে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, উক্ত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল লতিফ খন্দকার।
০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
বীরমুক্তিযোদ্ধা মির হোসেন ভূইয়ার স্মরণে শোক সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয়