বিয়ের দেড় যুগ পর খুলনা জেলার পাইকগাছার এক গৃহবধুর একসাথে তিন পুত্র সন্তান প্রসব করেছেন। শুক্রবার তিন সন্তান জন্ম দিয়ে ঘর আলোকিত করেছেন কাকলি। বিয়ের প্রায় ১৮ বছর পর সন্তানের জননী হলেন পাইকগাছার লতা ইউনিয়নের শংকরদানা গ্রামের গুরুদাস সরকারের স্ত্রী কাকলি ৷
২০০৬ সালের ফেব্রুয়ারিতে তার সঙ্গে বিয়ে হয় উপজেলার বাঁকা-ভাবানীপুর গ্রামের কাকলির সাথে গুরুদাস সরকারের। বিয়ের পর কেটে গেছে ১৮ বছর। এ সময়ে কোনো সন্তান হয়নি তাদের সংসারে।
৭ মার্চ শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিজিরিয়ানের মাধ্যমে একে একে ফুটফুটে তিন পুত্র সন্তান প্রসাব করেন গৃহবধূ ৷তিন সন্তানের পিতা গুরুদাস সরকার জানিয়েছেন, বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মা ও তিন সন্তান সুস্থ রয়েছেন।