বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য, সম্প্রীতি, সংস্কৃতি ও অগ্রযাত্রার চর্চায় নিবেদিত আন্তর্জাতিক সংগঠন বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশ। আজ সোমবার এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সকাল ১০ টায় সংগঠনের প্রধান উপদেষ্টা বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদীর বাস ভবনের সমিতির অফিস মোহাম্মদপুরে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সার্চ কমিটির সুপারিশে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সংগঠক ও কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিবেদিতপ্রাণ কণ্ঠশিল্পী, বিশিষ্ট সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবা বেগম, সাংগঠনিক সম্পাদক :শেলি সেলিনা।
নবনির্বাচিত সভাপতি বলেন, “এই সংগঠনকে বিশ্বব্যাপী বাঙালিদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য।”
সাধারণ সম্পাদক মাহবুবা বেগম বলেন, “সংগঠনের প্রত্যেক সদস্যকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই, যেখানে সংস্কৃতি, ঐতিহ্য ও বাঙালি চেতনা জাগ্রত থাকবে।”
সার্চ কমিটির তত্ত্বাবধানে নির্বাচন
নতুন নেতৃত্ব নির্বাচন করে দেন সংগঠনের গঠিত সার্চ কমিটি, যেখানে দায়িত্ব পালন করেন—
বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী (প্রধান উপদেষ্টা),বীর মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল,বীর মুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম ও বিশিষ্ট সাংবাদিক সালাম মাহমুদ।
তাদের বাছাইয়ের ভিত্তিতে গঠিতপ পূর্ণাঙ্গ কমিটি নিম্নে দেওয়া হলো :
সভাপতি: লোকমান হোসেন পলা, সহ-সভাপতি : ড. গৌরী ভট্টাচার্য, সহ-সভাপতি: পণ্ডিত কার্ত্তিক কমর্কার, সহ-সভাপতি: কাজী আনার কলি, সাধারাণ সম্পাদক: অধ্যাপক মাহবুবা বেগম, সহ-সাধারণ সম্পাদক: বিনয় মন্ডল, সহ-সাধারণ সম্পাদক: রোকিয়া পারভিন, সহ-সাধারণ সম্পাদক: মামুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক: শেলি সেলিনা, সহ-সাংগঠনিক সম্পাদক: সাইফুল ইসলাম সরকার, অর্থ সম্পাদক: রবিউল ইসলাম খান, প্রচার সম্পাদক: পলি সাহা . সহ-প্রচার সম্পাদক: শিউলি মণ্ডল,,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: শামিমা আফরোজ হ্যাপি, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: সুরাইয়া আক্তার চিশতি রিমা,আন্তর্জাতিক সম্পাদক: সুমন মোস্তাফিজ, সহ-আন্তর্জাতিক সম্পাদক: মাহমুদা সুলতানা, গণসংযোগ সম্পাদক: শাহাদৎ জয়, সহ-গণসংযোগ সম্পাদক: শাহাদাত হোসেন রুবেল, প্রকাশনা সম্পাদক: আফিয়া রুবী, সহ-প্রকাশনা সম্পাদক: সাকিব হোসেন রাজু, আপ্যায়ন সম্পাদক: দিলীপ কুমার পাসী, সহ-আপ্যায়ন সম্পাদক: তমালিকা মণ্ডল।
কার্যর্নির্বাহী সদস্য:
মাহাবুাব হক, আতিক আজিজ,কাব্যিক পলাশ, শাহাদাত হোসাইন পারভেজ, আফরিনা পারভীন,মনির হোসেন, ফাতেমা এ্যানি ও রলি আক্তার।
সংগঠনের উপদেষ্টা ও সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন, এই নতুন নেতৃত্বে বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশ দেশ-বিদেশে বাঙালিদের মধ্যে ঐক্য, সচেতনতা এবং সাংস্কৃতিক বিকাশের এক বলিষ্ঠ সেতুবন্ধন গড়ে তুলবে।