০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিশিষ্ট ব্যবসায়ীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার।

  • প্রকাশিত ১১:২৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯ বার দেখা হয়েছে

আড়াইহাজার থানার কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ লাক মিয়াকে মিথ্যা মামলায় গ্রেপ্তার।

মোঃ বনি আমিন

আড়াইহাজার থানার কৃতিসন্তান, বিশিষ্ট শিল্পপতি , ব্রা‏হ্মন্দী ইউনিয়ন বার বার জনগনের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লাক মিয়াকে মিথ্যা মামলা দিয়ে গত ২৫ ফেব্রুয়ারী,২০২৫, গ্রেপ্তার করা হয়। জনহিতৈষী আলহাজ্ব লাক মিয়া একমাত্র এলাকার মানুষসহ সর্বস্তরের মানুষকে দল মত নির্বিশেষে চেয়ারম্যান হওয়ার আগে থেকে নিজের উপার্জিত আর্থিক সম্পদ মানুষের সেবায় ব্যয় করে থাকেন।এলাকাবাসির পক্ষথেকে জানা যায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে এবং পরে তিনি আওয়ামী লীগ, বি এন পি,জাতিয় পার্টি,জামায়াত সহ সকল মানুষেকে সমান ভাবে মুল্যায়ন করতেন।এলাকায় সে একজন জনসেবক হিসাবে সুনাম অর্জন করেন।এজন্য সকল দল মত নির্বিশেষে তার প্রতি জন সমর্থন রয়েছে ।
গত ৫ই আগষ্ট ২০২৪ এর পর থেকে তিনি প্রতিদিনএলাকায় মানুষের সাথে সূখ ও দুঃখের কথা শুনে এবং তাদের যে কোন সমেস্যার সমাধান করেন।চেয়ারম্যান থাকাকালিন কোন মামলায় তাকে খারাপ বা দুসি প্রমান করতে পারে নি।গত ৫ই আগষ্টের পরও কোন মামলা হয়নি,কিন্তু হঠাৎ করে গত ২৫ই ফেব্রুয়ারী ২০২৫, এলাকা থেকে আসার সময় মধ্যরাস্তায় তাকে গ্রেপ্তার করে ।তাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে এলাকার লোকে তা মেনে নিতে পারচ্ছে না।সে জনসেবার বাহিরেও একজন বিশিষ্ট শিল্পপতি।তার প্রতিষ্ঠীত ভাই ভাই স্পিনিং মিল, যেখানে সংযুক্ত রয়েচ্ছে চার হাজারেরও বেশী কর্মকর্তা ও কর্মচারি ।এলাকাবাসি আরো জানান যে তিনি প্রতি ইসলামিক ও যেকোন ধর্মীয় উৎসবে যাকাত ও অনুদান দিয়ে থাকেন।এগুলো ছাড়াও এলাকার দল মত নির্বিশেষে সকল গরিব দুঃখি পরিবারের বিবাহ,অসুখ বিসুখ সকল ধরণের অনুদান দিয়ে থাকতেন।
এই ৬২ বছর বয়স্ক মানুষটাকে গ্রেপ্তার করে কিছু সুযোগ সন্ধ্ানি মানুষ মিথ্যা মামলা দিয়ে হয়রারনি করছেন। এলাকাবাসি থেকে আরও জানা যায় তার কাছে চাদা দাবি করা হয়েছে। এই গ্রেপ্তার যা এলাকাবাসি থেকে শুরু করে তার ব্যাবসার কর্মচারি ও কর্মকতাদের উপর চাপ প্রয়োগ হচ্ছে।তাদের পরিবার জীবন জীবিকা অনিশ্চিয়তার দিকে ঠেলে দিয়েছে।এলাকাবাসির দাবি ৬২ বছর বয়স্ক জনহিতৈষী শিল্পপতিকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিয়ে।এলাকাবাসি সেবা করার ও চারহাজার কর্মকতা ও কর্মচারি পরিবারের দুরদর্শা যেন না নেমে আসে তার জন্য কর্তৃপক্ষের কাছে সঠিক পদক্ষেপ গ্রহন করার আহ্ববান জানানো হল।

Tag :
জনপ্রিয়

ফেসবুক প্রোফাইল হ্যাক হলে করণীয়

বিশিষ্ট ব্যবসায়ীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার।

প্রকাশিত ১১:২৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

আড়াইহাজার থানার কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ লাক মিয়াকে মিথ্যা মামলায় গ্রেপ্তার।

মোঃ বনি আমিন

আড়াইহাজার থানার কৃতিসন্তান, বিশিষ্ট শিল্পপতি , ব্রা‏হ্মন্দী ইউনিয়ন বার বার জনগনের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লাক মিয়াকে মিথ্যা মামলা দিয়ে গত ২৫ ফেব্রুয়ারী,২০২৫, গ্রেপ্তার করা হয়। জনহিতৈষী আলহাজ্ব লাক মিয়া একমাত্র এলাকার মানুষসহ সর্বস্তরের মানুষকে দল মত নির্বিশেষে চেয়ারম্যান হওয়ার আগে থেকে নিজের উপার্জিত আর্থিক সম্পদ মানুষের সেবায় ব্যয় করে থাকেন।এলাকাবাসির পক্ষথেকে জানা যায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে এবং পরে তিনি আওয়ামী লীগ, বি এন পি,জাতিয় পার্টি,জামায়াত সহ সকল মানুষেকে সমান ভাবে মুল্যায়ন করতেন।এলাকায় সে একজন জনসেবক হিসাবে সুনাম অর্জন করেন।এজন্য সকল দল মত নির্বিশেষে তার প্রতি জন সমর্থন রয়েছে ।
গত ৫ই আগষ্ট ২০২৪ এর পর থেকে তিনি প্রতিদিনএলাকায় মানুষের সাথে সূখ ও দুঃখের কথা শুনে এবং তাদের যে কোন সমেস্যার সমাধান করেন।চেয়ারম্যান থাকাকালিন কোন মামলায় তাকে খারাপ বা দুসি প্রমান করতে পারে নি।গত ৫ই আগষ্টের পরও কোন মামলা হয়নি,কিন্তু হঠাৎ করে গত ২৫ই ফেব্রুয়ারী ২০২৫, এলাকা থেকে আসার সময় মধ্যরাস্তায় তাকে গ্রেপ্তার করে ।তাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে এলাকার লোকে তা মেনে নিতে পারচ্ছে না।সে জনসেবার বাহিরেও একজন বিশিষ্ট শিল্পপতি।তার প্রতিষ্ঠীত ভাই ভাই স্পিনিং মিল, যেখানে সংযুক্ত রয়েচ্ছে চার হাজারেরও বেশী কর্মকর্তা ও কর্মচারি ।এলাকাবাসি আরো জানান যে তিনি প্রতি ইসলামিক ও যেকোন ধর্মীয় উৎসবে যাকাত ও অনুদান দিয়ে থাকেন।এগুলো ছাড়াও এলাকার দল মত নির্বিশেষে সকল গরিব দুঃখি পরিবারের বিবাহ,অসুখ বিসুখ সকল ধরণের অনুদান দিয়ে থাকতেন।
এই ৬২ বছর বয়স্ক মানুষটাকে গ্রেপ্তার করে কিছু সুযোগ সন্ধ্ানি মানুষ মিথ্যা মামলা দিয়ে হয়রারনি করছেন। এলাকাবাসি থেকে আরও জানা যায় তার কাছে চাদা দাবি করা হয়েছে। এই গ্রেপ্তার যা এলাকাবাসি থেকে শুরু করে তার ব্যাবসার কর্মচারি ও কর্মকতাদের উপর চাপ প্রয়োগ হচ্ছে।তাদের পরিবার জীবন জীবিকা অনিশ্চিয়তার দিকে ঠেলে দিয়েছে।এলাকাবাসির দাবি ৬২ বছর বয়স্ক জনহিতৈষী শিল্পপতিকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিয়ে।এলাকাবাসি সেবা করার ও চারহাজার কর্মকতা ও কর্মচারি পরিবারের দুরদর্শা যেন না নেমে আসে তার জন্য কর্তৃপক্ষের কাছে সঠিক পদক্ষেপ গ্রহন করার আহ্ববান জানানো হল।