১২:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ আইয়ুব আনছারীঃ দিনাজপুর,

বিরল সিমান্তে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা পারাপারের সময় দুই বাংলাদেশি আটক।

  • প্রকাশিত ১১:১৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ২২৮ বার দেখা হয়েছে

বিরল উপজেলা গোপন সংবাদ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (৪২) বর্ডার গার্ড ব্যাটালিয়ন অদ্য ০৪ অক্টোবর ২০২৪ তারিখ অনুমানিক ০৫০০ ঘটিকায় দিনাজপুর জেলার বিরল উপজেলায় ০৬ নং ভান্ডারা ইউনিয়নের নোনাগ্রাম নামক স্থানে কিশোরীগঞ্জ বিওপি র সিমান্ত পিলার ৩৩১/৪ এস এর নিকট বর্তী আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিছু বাংলাদেশি নাগরিক বাংলাদেশ হতে অবৈধ ভাবে ভারত পারাপারের সময় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২) বিজিবি সদস্য টহল দল তাদের চ্যালেন্জ করে এবং ০২ জনকে আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য আটক কৃত আসামি (১) শ্রীঃ মেগনেট রায় ২৫ পিতা শ্রীঃ রামা রায় সাং মুশিদহাট মিলরোড সেতাবগঞ্জ, বোচাগঞ্জ, দিনাজপুর। (২) শ্রীঃ লিখন রায় ১৯ পিতা শ্রীঃ প্রফুল্ল রায় সাং নিলফামারী পলাশবাড়ি, নিলফামারী, নিলফামারী। আটক কৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিরল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে মর্মে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

Tag :
জনপ্রিয়

বাহারছড়ায় ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জুলুস অনুষ্ঠিত

মোঃ আইয়ুব আনছারীঃ দিনাজপুর,

বিরল সিমান্তে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা পারাপারের সময় দুই বাংলাদেশি আটক।

প্রকাশিত ১১:১৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

বিরল উপজেলা গোপন সংবাদ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (৪২) বর্ডার গার্ড ব্যাটালিয়ন অদ্য ০৪ অক্টোবর ২০২৪ তারিখ অনুমানিক ০৫০০ ঘটিকায় দিনাজপুর জেলার বিরল উপজেলায় ০৬ নং ভান্ডারা ইউনিয়নের নোনাগ্রাম নামক স্থানে কিশোরীগঞ্জ বিওপি র সিমান্ত পিলার ৩৩১/৪ এস এর নিকট বর্তী আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিছু বাংলাদেশি নাগরিক বাংলাদেশ হতে অবৈধ ভাবে ভারত পারাপারের সময় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২) বিজিবি সদস্য টহল দল তাদের চ্যালেন্জ করে এবং ০২ জনকে আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য আটক কৃত আসামি (১) শ্রীঃ মেগনেট রায় ২৫ পিতা শ্রীঃ রামা রায় সাং মুশিদহাট মিলরোড সেতাবগঞ্জ, বোচাগঞ্জ, দিনাজপুর। (২) শ্রীঃ লিখন রায় ১৯ পিতা শ্রীঃ প্রফুল্ল রায় সাং নিলফামারী পলাশবাড়ি, নিলফামারী, নিলফামারী। আটক কৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিরল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে মর্মে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।