-বানিয়াচংয়ে ছাত্র – জনতার আন্দোলনে ৯ হত্যার ঘটনাকে আড়াল করে নিহত এস আই সন্তোষ হত্যাকে সামনে এনে বিবিসি নিউজ বাংলার সংবাদকে মিথ্যা ও হলুদ সাংবাদিকতা বলে মানববন্ধন করেছে ছাত্র জনতা।
রবিবার ২৭জুলাই) সকাল ১০টায় বড়বাজার শহীদ মিনারে মানববন্ধনে এ অভিযোগ করা হয়। বক্তাগন বলেন,বানিয়াচংয়ে আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে গিয়ে ২৪ এর ৫ই আগষ্ট ৯জন শহীদ হয়েছেন।তাদের সেই বীরত্বেগাঁথা ত্যাগকে পাশকাটিয়ে এস আই সন্তোষ হত্যার ঘটনা বিবিসি নিউজ বাংলায় সংবাদ ২৫ জুলাই প্রচার করা হয়েছে।
এ সংবাদটি সম্পূর্ণ রুপে একপেশে এবং ৯ হত্যার ঘটনার মূল আসামিদের রক্ষা করতে প্রকাশ করা হয়েছে। যা বিবিসি নিউজ বাংলার মতো মিডিয়ার কাছ থেকে আশা করিনি।আমরা চাই ৯ হত্যার ঘটনার কুশিলব এবং আসামিদের অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। কোনো আসামি যাতে করে ছাড় না পায় এবং সকল ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র জনতা সচেতন রয়েছে বলে হুশিয়ারি করা হয়।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান। সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন। সাংবাদিক মোতাব্বির হোসেন।মখলিছ মিয়া। বৈষম্য বিরোধী ছাত্র নেতা খায়রুল ঠাকুর, রিমন মিয়া, আজাদ লস্কর, আবু সুফিয়ান।
এসময় শহীদ পরিবারের সদস্য ছাড়া ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সৈয়দ সাজ্জাদ হোসেন।
বানিয়াচং প্রতিনধি।
মোবাইল ঃ০১৩১৪ ৬৬৩২৭২।