বিপ্লব হোক শক্ত হাতে
হে তরুণ,
বিপ্লব হোক শক্ত হাতে
মাথা নতো করা যাবে না –
ওই স্বৈরাচারি শক্তির কাছে।
ওরা দেশের মঙ্গলে বামহাত দিবে পদে পদে
কয়েককোটি চোখকে যেনো না দেয় ফাঁকি
ন্যাংটা হাতে।
হে তরুণ,
জাগ্রত হও দিবারাতি ; পৃথিবীরূপে।
নেশার কাগজে না হোক বন্দি নাবালক ঘুম
নষ্ট না হোক স্বপ্নবাজের রঙিন প্রেম।
ওরা চায় নস্যাত হোক মঙ্গলদীপ
নিভে যাক নক্ষত্রের উজ্জ্বল আলো।
হে তরুণ,
তুমি ঘুমিয়ে যেওনা শান্তি প্রেমে।
ওরা চায় না সুখ সোনার দেশে,
ওরা চায় আগুন জ্বলুক প্রেম মুল্লুকে ;
লুটে নিবে সোনার হরিণ গাঁধার পিঠে।
শক্তি যোগাও মনের শার্টে,মুষ্ঠি হাতে
রুখবে ওদের বন্দিমিছিল নৈরাজ্যকে
পিষ্টে দিবে পায়ের বুটে,অপঘাতে।
হে তরুণ,
স্বপ্ন দেখো নতুন সুখে স্বাধীন দেশে
অপশক্তি রুখবে সবে বিপ্লবী বেশে
তোমরা নওকো দুর্বল বীরের দেশে।
ওরা চায় বাংলা আবার ভাঙবে এসে ত্রাসে ত্রাসে।
রক্তমেখে পায়জামাটা পরবে গায়ে
উল্লাস হেসে।
হে তরুণ,
তোমরা পাহারা বসাও সীমানাকে ঘিরে ঘিরে
অপশক্তি আর না আসুক স্বাধীন দেশে।
বিপ্লবী হও প্রতিজনে ঘরে ঘরে
দেখবে তবে সূর্য উঠবে প্রতি মনে।
হে তরুণ,
চব্বিশেরে রাখবে ধরে আপন করে।
৩০ জানুয়ারি ২০২৫