০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
মোছাঃ তাহেরা খাতুন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক – পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত প্রদান।*

  • প্রকাশিত ১০:৩৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

 

স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে জানা যায় যে, অদ্য ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১০ টা ১০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩২৩/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিটনগর সীমান্ত এলাকা হতে একজন বাংলাদেশী নাগরিক মোঃ আল আমিন (২২), পিতা- মোঃ রিয়াজ উদ্দিন, গ্রাম-খৈকরী, ডাকঘর-কালিগঞ্জ, থানা-বিরল, জেলা-দিনাজপুরকে- ৯১ ব্যাটালিয়ন বিএসএফ এর গোবরাবিল বিএসএফ ক্যাম্পের কর্তব্যরত সদস্য কর্তৃক আটক করতঃ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। সীমান্ত এলাকায় কর্তব্যরত বিজিবি টহলদল ততক্ষণে স্থানীয় লোকজন এবং অন্যান্যদের জিজ্ঞাসাবাদে জানতে পারে যে, প্রায় ০১ মাস পূর্বে ০৫ জন বাংলাদেশী নাগরিক কাজের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে গমন করে, কিন্তু ভারতীয় ঠিকাদার কর্তৃক সঠিক মূল্যায়ন ও ন্যায্য পারিশ্রমিক না দেয়ায় অদ্য ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ শুক্রবার বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে বিএসএফ সদস্য ধাওয়া করে। বিএসএফ টহলদল তাদেরকে আটক করতে না পেরে, পাচার কাজে সহায়তাকারী সন্দেহে ক্ষেতে কৃষিকাজে কর্মরত বাংলাদেশী নাগরিক মোঃ আল-আমিনকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী ০১ জন ভারতীয় নাগরিক শ্রীঃ -নারায়ন চন্দ্র রায় (৫৪), গ্রাম+পোস্ট-পূর্ব মোল্লাপাড়া, থানা-কুশমন্ডি, জেলা-দক্ষিণ দিনাজপুরকে ভারতীয় কাঁটাতারের বেড়ার বাহিরে আন্তর্জাতিক সীমারেখার ভারতের অভ্যন্তরে কাজ করার সময় আটক করতঃ দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর এনায়েতপুর বিওপিতে সোপর্দ করে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক কমান্ড্যান্ট- ৯১ ব্যাটালিয়ন বিএসএফ এর সাথে সমন্বয়ের মাধ্যমে অদ্য ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ বৈকাল ০৪ ঘটিকায় বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত উভয় দেশের নাগরিকদের হস্তান্তর/গ্রহণ করা হয়েছে বলে জানাগেছে।

উল্লেখ্য, ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় ০৫ জন বাংলাদেশী নাগরিকের মধ্যে স্থানীয়দের সহায়তায় নিম্নবর্ণিত দুইজন বাংলাদেশী নাগরিককে ভারতীয় ৫,০৬০ রুপীসহ বিজিবি টহলদল আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিদেরকে বিরল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন:

ক। মলিন দেব (৫০), পিতা-মৃত ভবিন্দ্র দেব, পোস্ট-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর।

খ। জয়ান্ত সরকার (৩০), পিতা-বিলাসু, পোস্ট-কালিয়াগঞ্জ, থানা-বিরল, জেলা-দিনাজপুর।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

মোছাঃ তাহেরা খাতুন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক – পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত প্রদান।*

প্রকাশিত ১০:৩৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

 

স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে জানা যায় যে, অদ্য ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১০ টা ১০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩২৩/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিটনগর সীমান্ত এলাকা হতে একজন বাংলাদেশী নাগরিক মোঃ আল আমিন (২২), পিতা- মোঃ রিয়াজ উদ্দিন, গ্রাম-খৈকরী, ডাকঘর-কালিগঞ্জ, থানা-বিরল, জেলা-দিনাজপুরকে- ৯১ ব্যাটালিয়ন বিএসএফ এর গোবরাবিল বিএসএফ ক্যাম্পের কর্তব্যরত সদস্য কর্তৃক আটক করতঃ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। সীমান্ত এলাকায় কর্তব্যরত বিজিবি টহলদল ততক্ষণে স্থানীয় লোকজন এবং অন্যান্যদের জিজ্ঞাসাবাদে জানতে পারে যে, প্রায় ০১ মাস পূর্বে ০৫ জন বাংলাদেশী নাগরিক কাজের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে গমন করে, কিন্তু ভারতীয় ঠিকাদার কর্তৃক সঠিক মূল্যায়ন ও ন্যায্য পারিশ্রমিক না দেয়ায় অদ্য ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ শুক্রবার বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে বিএসএফ সদস্য ধাওয়া করে। বিএসএফ টহলদল তাদেরকে আটক করতে না পেরে, পাচার কাজে সহায়তাকারী সন্দেহে ক্ষেতে কৃষিকাজে কর্মরত বাংলাদেশী নাগরিক মোঃ আল-আমিনকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী ০১ জন ভারতীয় নাগরিক শ্রীঃ -নারায়ন চন্দ্র রায় (৫৪), গ্রাম+পোস্ট-পূর্ব মোল্লাপাড়া, থানা-কুশমন্ডি, জেলা-দক্ষিণ দিনাজপুরকে ভারতীয় কাঁটাতারের বেড়ার বাহিরে আন্তর্জাতিক সীমারেখার ভারতের অভ্যন্তরে কাজ করার সময় আটক করতঃ দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর এনায়েতপুর বিওপিতে সোপর্দ করে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক কমান্ড্যান্ট- ৯১ ব্যাটালিয়ন বিএসএফ এর সাথে সমন্বয়ের মাধ্যমে অদ্য ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ বৈকাল ০৪ ঘটিকায় বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত উভয় দেশের নাগরিকদের হস্তান্তর/গ্রহণ করা হয়েছে বলে জানাগেছে।

উল্লেখ্য, ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় ০৫ জন বাংলাদেশী নাগরিকের মধ্যে স্থানীয়দের সহায়তায় নিম্নবর্ণিত দুইজন বাংলাদেশী নাগরিককে ভারতীয় ৫,০৬০ রুপীসহ বিজিবি টহলদল আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিদেরকে বিরল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন:

ক। মলিন দেব (৫০), পিতা-মৃত ভবিন্দ্র দেব, পোস্ট-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর।

খ। জয়ান্ত সরকার (৩০), পিতা-বিলাসু, পোস্ট-কালিয়াগঞ্জ, থানা-বিরল, জেলা-দিনাজপুর।