বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর
(শুক্রবার) বিকালে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া বিএনপির সাধারণ সম্পাদক এবং ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল গফুর মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন।
ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, সম্মানিত অতিথি হিসেবে সাভার থানা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল বাছেত দেওয়ান, ঢাকা জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইলিয়াস শাহী মোখলেসুর রহমান, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং আশুলিয়া থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ খান উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে আলহাজ্ব কফিল উদ্দিনকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি জোর আহ্বান জানান। বক্তারা বলেন, কফিল উদ্দিনের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং দলের প্রতি তার একাগ্রতা তাকে এই আসনের জন্য একজন যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আলহাজ্ব কফিল উদ্দিন তার বক্তব্যে বলেন, “আমাকে মনোনয়ন দিলেও আমি ধানের শীষের সাথেই থাকব।
০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মোঃ নজরুল ইসলাম :
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত: কফিল উদ্দিনকে মনোনয়ন দেওয়ার আহ্বান
Tag :
জনপ্রিয়