১৭ সেপ্টেম্বর ২০২৫ দিনব্যাপী সারিয়াকান্দি উপজেলার বলাইল বাজার, হাসনাপাড়া বাজার, কালিতলা ঘাট, সারিয়াকান্দি বাজার সহ পৌরসভার বিভিন্ন এলাকা, দেবডাঙ্গা, মথুরা পাড়া, কুতুবপুর বাজার এবং সোনাতলা উপজেলার চরপাড়া বাজার ও গুড়াভাঙা বাজারে সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্ কাঠামো মেরামতের ৩১ দফার অপরিহার্যতা তুলে ধরি এবং দেশবিরোধী অপশক্তির নির্বাচন বানচালের অপচেষ্টা ও ধর্ম ব্যবসায়ীদের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহবান জানাই। সেইসঙ্গে শহীদ জিয়ার আদর্শ- দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষের প্রার্থীকে ভোটদানে উদ্বুদ্ধ করি এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সম্পুর্ণ সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করি। আগামীকালও গণসংযোগ কর্মসূচি চলবে ইনশাআল্লাহ।
১৯ সেপ্টেম্বর ২০২৫ দিনব্যাপী সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ডিগ্রী কলেজ, কড়িতলা বাজার, দড়িপাড়া বাজার, ইছামারা, রৌহাদহ বাজার, জোড়গাছা বাজার, ভেলাবাড়ী বাজার, ছাইহাটা বাজার, ডোমকান্দি বাজার, রামচন্দ্রপুর বাজার, কুপতলা বাজার, নারচী বাজার এবং করমজা হাটে সর্বস্তরের জনগণের মাঝে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করি। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ৩১ দফার গুরুত্ব জনসম্মুখে তুলে ধরি এবং দেশবিরোধী অপশক্তির আসন্ন জাতীয় নির্বাচন বানচালের অপচেষ্টা ও ধর্ম নিয়ে রাজনীতি করে সহজ-সরল ধর্মভীরু জনগণকে ভূলপথে পরিচালিত করার অপতৎপরতা সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহবান জানাই। সেইসঙ্গে শহীদ জিয়ার আদর্শ- দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষের প্রার্থীকে ভোটদানে উদ্বুদ্ধ করি এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সম্পুর্ণ সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করি।













