০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রখ্যাত সংগীত শিল্পী বারী সিদ্দিকীর জন্মদিন উপলক্ষে ১৭নভেম্বর বিশেষ আয়োজন

  • প্রকাশিত ০১:৩৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ১২৮ বার দেখা হয়েছে
ঢাকা, ১৭ নভেম্বর: দেশের প্রখ্যাত লোকসংগীতশিল্পী ও বাঁশিবাদক বারী সিদ্দিকীর ৭০তম জন্মদিন উপলক্ষে ঢাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাউল ও লোকগানের অনন্য এই শিল্পীর স্মৃতিচারণ এবং তাঁর গান ও সুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে রবিবার এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। বারী সিদ্দিকীর স্মরণে এই বিশেষ আয়োজনের মধ্যে রয়েছে তাঁর গাওয়া জনপ্রিয় গান এবং সংগীতজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা।

অনুষ্ঠানের প্রথমাংশে থাকছে বিশেষ আলোচনা সভা, যেখানে বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীসমাজ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। দ্বিতীয়াংশে গান পরিবেশন করবেন দেশবরেণ্য শিল্পীরা, যেখানে গাওয়া হবে বারী সিদ্দিকীর অমর সব গান।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং তার পরিবার-পরিজনের সদস্যরা। এ ছাড়াও বিশিষ্ট শিল্পী মুর্শিদা কাজল, আব্দুর রহমান বয়াতি, মনোয়ার আলীসহ আরও অনেকে বাড়ী সিদ্দিকীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গান পরিবেশন করবেন।

বারী সিদ্দিকী তাঁর জীবনভর গ্রামবাংলার লোকসংগীতকে সমৃদ্ধ করেছেন। তাঁর জনপ্রিয় গানগুলো যেমন, “শুয়া চান পাখি,” “আমার গায়ে যত দুঃখ সয়,” এবং “মাটির পিঞ্জিরা” দেশের প্রতিটি প্রজন্মের কাছে এক গভীর ভালোবাসার প্রতীক হয়ে আছে।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

প্রখ্যাত সংগীত শিল্পী বারী সিদ্দিকীর জন্মদিন উপলক্ষে ১৭নভেম্বর বিশেষ আয়োজন

প্রকাশিত ০১:৩৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
ঢাকা, ১৭ নভেম্বর: দেশের প্রখ্যাত লোকসংগীতশিল্পী ও বাঁশিবাদক বারী সিদ্দিকীর ৭০তম জন্মদিন উপলক্ষে ঢাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাউল ও লোকগানের অনন্য এই শিল্পীর স্মৃতিচারণ এবং তাঁর গান ও সুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে রবিবার এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। বারী সিদ্দিকীর স্মরণে এই বিশেষ আয়োজনের মধ্যে রয়েছে তাঁর গাওয়া জনপ্রিয় গান এবং সংগীতজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা।

অনুষ্ঠানের প্রথমাংশে থাকছে বিশেষ আলোচনা সভা, যেখানে বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীসমাজ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। দ্বিতীয়াংশে গান পরিবেশন করবেন দেশবরেণ্য শিল্পীরা, যেখানে গাওয়া হবে বারী সিদ্দিকীর অমর সব গান।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং তার পরিবার-পরিজনের সদস্যরা। এ ছাড়াও বিশিষ্ট শিল্পী মুর্শিদা কাজল, আব্দুর রহমান বয়াতি, মনোয়ার আলীসহ আরও অনেকে বাড়ী সিদ্দিকীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গান পরিবেশন করবেন।

বারী সিদ্দিকী তাঁর জীবনভর গ্রামবাংলার লোকসংগীতকে সমৃদ্ধ করেছেন। তাঁর জনপ্রিয় গানগুলো যেমন, “শুয়া চান পাখি,” “আমার গায়ে যত দুঃখ সয়,” এবং “মাটির পিঞ্জিরা” দেশের প্রতিটি প্রজন্মের কাছে এক গভীর ভালোবাসার প্রতীক হয়ে আছে।