বাঁশখালী উপজেলার অন্তর্গত ৪নং বাহারছড়া ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষ্যে বিশাল জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি বাংলাদেশ বাহারছড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এবং সর্বস্তরের সুন্নিজনতার সহযোগিতায় আল্লামা মফিজুর রহমান আল-কাদেরীর সভাপতিত্বে, গাউসিয়া কমিটি ইউনিয়ন সভাপতি কাজী মোহাম্মদ শাহেদের নেতৃত্বে ও খায়রুল বশর নঈমীর সঞ্চালনায় জসনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়।
৩০ এ আগষ্ট’২৫ শনিবার সকাল থেকে ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণ হতে জুলুসটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো ইউনিয়ন পরিষদের মাঠে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদ কমিশনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ইউনিয়নের সভাপতি মাস্টার মঈনুদ্দিন, আহলে সুন্নাত নেতা আতাউর রহমান নঈমী, দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির আহবায়ক মস্টার হাবিবুল্লাহ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম তালুকদার, হাবিবুর রহমান, আবুল কাশেম তাহেরী, হারুনুর রশিদ, সৈয়দুল আলম, মাওলানা একরামুল হক, হাফেজ মোঃ মোরশেদ, ছাত্র সেনা নেতা নেজাম উদ্দীন রিয়াদ, কাজী শাহেদ সহ আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার সাবেক-বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর আদর্শের বাইরে মানব সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
তারা সবাইকে রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর আদর্শ ধারণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।
উক্ত জুলুসে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাহারছড়া ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদুল ইসলাম এর নেতৃত্বে চারশতাধিক কর্মী একসাথে একই ড্রেসে অংশগ্রহণ করে। তাদের শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জুলুসের সৌন্দর্য্যকে বহুগুণে বৃদ্ধি করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিলাদ, কিয়াম ও বিশেষ মুনাজাতে মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের শান্তি কামনা করা হয়।