০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
  কৃষ্ণ শীল, সোনারগাঁ

বায়ু দূষণ ও শব্দ দূষণ, যানজটে অতিষ্ঠ বারদী বাসি

  • প্রকাশিত ০২:৫১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ১১১ বার দেখা হয়েছে

সোনারগাঁও উপজেলা বারদী একসময় সুন্দর ও শান্তি ময় পরিবেশ ছিল । ছিলনা বায়ু দূষণ শব্দ দূষণ ও যানজট । এখন প্রতিনিয়ত এইসব সমস্যায় মানুষ জর্জরিত । বারদীর উপর দিয়ে এখন বিভিন্ন জেলার গাড়ি যাতায়াত করে । বিশেষ করে বেঙ্গল সিমেন্টের গাড়ি, ফ্রেশ এলপি গ্যাস, এডভান্স ফিড, আমান সিমেন্ট প্রভৃতি গাড়ি যাতায়াত করে । এসব গাড়ির কালো ধোয়া, উচ্চস্বরে হর্ন, ধুলাবালি উড়ে, যানজট মানুষ অসুস্থ হয়ে পড়ছে । বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ । সর্দি, হাঁপানি ,শ্বাসকষ্ট, কানে কম শোনা, বুক ধরফর করা, মাথা ব্যথা, চর্মরোগ ইত্যাদি এখন সাধারণ বিষয় হয়ে পড়ছে । এমতাবস্থায় বারদী বাসির দাবি উচ্চস্বরে হর্ন যেন না দেয় আর দিনের বেলায় এসব কোম্পানির গাড়ি যেন যাতায়াত না করে ।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

  কৃষ্ণ শীল, সোনারগাঁ

বায়ু দূষণ ও শব্দ দূষণ, যানজটে অতিষ্ঠ বারদী বাসি

প্রকাশিত ০২:৫১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

সোনারগাঁও উপজেলা বারদী একসময় সুন্দর ও শান্তি ময় পরিবেশ ছিল । ছিলনা বায়ু দূষণ শব্দ দূষণ ও যানজট । এখন প্রতিনিয়ত এইসব সমস্যায় মানুষ জর্জরিত । বারদীর উপর দিয়ে এখন বিভিন্ন জেলার গাড়ি যাতায়াত করে । বিশেষ করে বেঙ্গল সিমেন্টের গাড়ি, ফ্রেশ এলপি গ্যাস, এডভান্স ফিড, আমান সিমেন্ট প্রভৃতি গাড়ি যাতায়াত করে । এসব গাড়ির কালো ধোয়া, উচ্চস্বরে হর্ন, ধুলাবালি উড়ে, যানজট মানুষ অসুস্থ হয়ে পড়ছে । বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ । সর্দি, হাঁপানি ,শ্বাসকষ্ট, কানে কম শোনা, বুক ধরফর করা, মাথা ব্যথা, চর্মরোগ ইত্যাদি এখন সাধারণ বিষয় হয়ে পড়ছে । এমতাবস্থায় বারদী বাসির দাবি উচ্চস্বরে হর্ন যেন না দেয় আর দিনের বেলায় এসব কোম্পানির গাড়ি যেন যাতায়াত না করে ।