বুধবার সকাল থেকে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে ৬ টি ইটভাটা গুড়িয়ে দেওয়ার হাইকোর্টের আদেশ, তার মধ্যে ২ ইটভাটা গুড়িয়ে দিলে গুড়িয়ে দিয়েছেন / ই বি এম / ৭ বি এম।
আজ সময় স্বল্পতার কারণে নিম্নে উল্লেখিত ৪টি ইট ভাটা গুড়িয়ে সম্ভব হয়নি জানিয়েছেন প্রশাসন।
গুঁড়িয়ে দেওয়ার সহযোগিতা করছেন লামা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, লামা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস।
ইটভাটাগুলো হলো,১) এলাহি ব্রিকস ম্যানুঃ, ২) এনআরবি ব্রিকস ম্যানুঃ, ৩) শিরাত ব্রিকস এবং ৪) এমবিআই ব্রিকস ম্যানুঃ।
জানাযায়, ইটভাটা মালিকপক্ষ মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-১৫৮৯২/২০২৩ দায়ের করেন।
বর্ণিত রিট পিটিশনটি গত ০৬.০৩.২০২৫খ্রি. তারিখে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ
পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।