বাংলাদেশের বাউল সংগীতের মানুষের আত্মার খোরাক যুগিয়ে থাকেন যিনি বাউল শিল্পী রজ্জব দেওয়ান। যার রক্তে মিশে আছে বাউল গান। কারণ যার জন্মদাতা বাবা ছিলেন বাউল সাধক এচাহক দেওয়ান, মাতা মনোয়ারা বেগম বাউল শিল্পী রজ্জব দেওয়ান ছোটবেলা থেকেই পড়ালেখার পাশাপাশি গানের সাথে সম্পৃক্ত ছিলেন। ছোটবেলা থেকেই বাবার সাথে গানের চর্চা করতেন। ও বিভিন্ন মঞ্চে বাবার সাথে দোহারি করতেন। তার জীবনের শিল্পী হয়ে প্রথম পালা গান শুরু করেন ১৯৯৭ সাল থেকে । সেই থেকে এখ পর্যন্ত এই বাউল গানের সাথেই মিশে আছেন। বাউল শিল্পী রজ্জব দেওয়ানের গান শুধু বাংলাদেশেইসীমাবদ্ধ নয় সমগ্র পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষদের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন। এমনকি বাউল গান করতে বহিবিশ্বেও চলে যান। যেমন ইন্ডিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া মালদ্বীপ সৌদি আরব লন্ডন সুইডেন ও বিভিন্ন দেশে। বাউল গানের পাশাপাশি রজ্জব দেওয়ান বিভিন্ন সমাজ সেবা কাজেও লিপ্ত থাকেন। কারন তিনি মনে করেন মানুষের সোবাই বড় সেবা। তাই তিনি সারাজীবন মানুষের হৃদয়ে বেচে থাকতে চান ।
০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম