পটুয়াখালীর বাউফলে দেশজুড়ে সহিংসতা, হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগ রুখে দিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংলাপ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে ।রবিবার (১৮ আগস্ট) বেলা ১০ টায় উপজেলা পরিষদের পুরাতন হলরুমে এ আয়োজন করে বাউফল উপজেলা যুব ফোরাম। আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়।বাউফল উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মুনতাসির তাসরিপ এর সভাপতিত্বে এবং রুপান্তরের প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় সংলাপে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধিরঞ্জন দাশ, বাউফল উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আইয়ুব বিন মুসা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, নাগরিক নেতা ও সহকারী অধ্যাপক নিহার বিন্দু বিশ্বাস, সহকারী অধ্যাপক এনায়েতুর রহমান সহ যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। সংলাপে বক্তারা দেশব্যাপী সহিংসতা রুখে দিতে যুব ফোরামের সদস্যদের আহ্বান জানান। যুব ফোরামের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আশিকুর রহমান আফফান, আয়েশাতুন্নেছা বর্ষা ও শুভ চন্দ্র।
০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম