১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ঠাকুরগাঁও প্রতিনিধি মোছাঃ

বাংলাদেশ বিজিবি ভারত বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত ০৫:৪৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ৬৭ বার দেখা হয়েছে

 দিনাজপুরের বিরল আইসিপিতে বাংলাদেশের অভ্যন্তরে অদ্য ২৭ জানুয়ারি ২০২৫ তারিখ ১১টা ৩০মিনিট হতে ০১টা ৩০ ঘটিকা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। বিরল সীমান্তের নিকটবর্তী দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিরল আইসিপিতে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএসএফ প্রতিনিধিদল বিরল আইসিপিতে উপস্থিত হলে বিজিবি সেক্টর কমান্ডারগণ এবং ব্যাটালিয়ন অধিনায়কবৃন্দ তাদের অভ্যর্থনা জানান। এছাড়াও বিজিবি’র একটি চৌকস দল কর্তৃক সেক্টর কমান্ডার কিষাণগঞ্জ সেক্টরকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এই সৌজন্য বৈঠকে বিজিবি’র ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি এবং বিএসএফ এর ১৪ জন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফ কিষাণগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্ৰী ইশ আউল। এই সৌজন্য বৈঠকে ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী, পিএসসি, জি এবং অধীনস্থ ব্যাটালিয়নসমূহের অধিনায়কবৃন্দ সহ অন্যান্য স্টাফ অফিসার যোগদান করেন।
অন্যদিকে বিএসএফ কিষাণগঞ্জ সেক্টরের পক্ষেও ০৫ জন ব্যাটালিয়ন কমাড্যান্ট সহ অন্যান্য অফিসার ও প্রতিনিধিবর্গ এই সৌজন্য বৈঠকে উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র থেকে জানা যায়, সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও
ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্যই মূলত এই বৈঠক অনুষ্ঠিত হলেও প্রাসংগিক সকল বিষয়ই এই সৌজন্য বৈঠকে আলোচনা করা হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে ‘আনাসহ অবৈধ সীমান্ত পারাপার, তারকাঁটার বেড়া কর্তন বন্ধ, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার ব্যাপারে দৃঢ় আশবাদ ব্যক্ত করেন।

পরিশেষে সীমান্তে শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের জন্য উভয় পক্ষের অঙ্গীকারের মাধ্যমে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অত্যন্ত সৌহার্দপূর্ণ ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে সমাপ্ত হয় বলে জানিয়েছেন বিজিবি কতৃপক্ষ।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

ঠাকুরগাঁও প্রতিনিধি মোছাঃ

বাংলাদেশ বিজিবি ভারত বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত ০৫:৪৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

 দিনাজপুরের বিরল আইসিপিতে বাংলাদেশের অভ্যন্তরে অদ্য ২৭ জানুয়ারি ২০২৫ তারিখ ১১টা ৩০মিনিট হতে ০১টা ৩০ ঘটিকা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। বিরল সীমান্তের নিকটবর্তী দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিরল আইসিপিতে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএসএফ প্রতিনিধিদল বিরল আইসিপিতে উপস্থিত হলে বিজিবি সেক্টর কমান্ডারগণ এবং ব্যাটালিয়ন অধিনায়কবৃন্দ তাদের অভ্যর্থনা জানান। এছাড়াও বিজিবি’র একটি চৌকস দল কর্তৃক সেক্টর কমান্ডার কিষাণগঞ্জ সেক্টরকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এই সৌজন্য বৈঠকে বিজিবি’র ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি এবং বিএসএফ এর ১৪ জন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফ কিষাণগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্ৰী ইশ আউল। এই সৌজন্য বৈঠকে ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী, পিএসসি, জি এবং অধীনস্থ ব্যাটালিয়নসমূহের অধিনায়কবৃন্দ সহ অন্যান্য স্টাফ অফিসার যোগদান করেন।
অন্যদিকে বিএসএফ কিষাণগঞ্জ সেক্টরের পক্ষেও ০৫ জন ব্যাটালিয়ন কমাড্যান্ট সহ অন্যান্য অফিসার ও প্রতিনিধিবর্গ এই সৌজন্য বৈঠকে উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র থেকে জানা যায়, সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও
ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্যই মূলত এই বৈঠক অনুষ্ঠিত হলেও প্রাসংগিক সকল বিষয়ই এই সৌজন্য বৈঠকে আলোচনা করা হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে ‘আনাসহ অবৈধ সীমান্ত পারাপার, তারকাঁটার বেড়া কর্তন বন্ধ, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার ব্যাপারে দৃঢ় আশবাদ ব্যক্ত করেন।

পরিশেষে সীমান্তে শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের জন্য উভয় পক্ষের অঙ্গীকারের মাধ্যমে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অত্যন্ত সৌহার্দপূর্ণ ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে সমাপ্ত হয় বলে জানিয়েছেন বিজিবি কতৃপক্ষ।