আদালতের নির্দেশ অমান্য করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Animal Husbandry ডিগ্রী বিলুপ্তি ও চাকুররির ক্ষেত্রে কমবাইন্ড ডিগ্রীকে অগ্রাধিকার দেওয়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে ৬ই সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রী অ্যাসোসিয়েশন (বাহ) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান (ডন), ড. স্বপন কুমার পোদ্দার, ড. মোঃ রেজাউল হক, প্রফেসর ড. রুহুল আমিন, প্রফেসর ড. আবুল হাসেম , মোঃ আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মোঃ রফিকুল ইসলাম (ডন)। তিনি বলেন, প্রায় এক মাসের অধিক সময় যাবৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এ এনিমেল হাজবেন্ড্রী ফ্যাকল্টির কিছু শিক্ষার্থী তথাকথিত কমবাইন্ড ডিগ্রীর দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনসহ অনুষদ ভবন তালাবদ্ধ করে রেখেছে। যার সূচনা হয়েছিলো মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার একটি বক্তব্যকে কেন্দ্র করে। গত ২৯ শে জুন ২০২৫, শেরে-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাকুরীতে প্রাধান্য পাবে কম্বাইন্ড ডিগ্রী ধারীরা। বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রী এসোসিয়েশন (বাহা) এর পক্ষ থেকে উক্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা তার এই বক্তব্যকে প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি। সারাবিশ্বে প্রায় ১০০ টিরও বেশি দেশে Animal Husbandry / Animal Science degree চালু আছে। DVM / Veterinary Science Degree চালু রয়েছে ৭০ টিরও অধিক দেশে। সেখানে B. Sc. Vet. Sc. & AH Degree চালু রয়েছে মাত্র ১০ টির মত দেশে। দেশগুলি হলো: উগান্ডা, কেনিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া, সাউথ আফ্রিকা, শ্রিলংকা, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান ও বাংলাদেশ। মাননীয় উপদেষ্টা, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয় সকলের অভিভাবক কিন্তু উক্ত বক্তব্যে হতাশ হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনিমেল হাজবেন্ড্রীর কতিপয় শিক্ষার্থী আন্দোলন শুরু করে যেখানে বিভিন্ন স্বার্থান্বেষী মহল ক্রমাগত ইন্ধন দিয়ে যাচ্ছে। এই বক্তব্যের প্রেক্ষিতে গড়ে উঠা আন্দোলনের দাবির মুখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি সমাধানকল্পে একটি কমিটি গঠন করে। উক্ত কমিটি বিভিন্ন অংশিজনের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট পেশ করেন যা গত ৩১ আগস্ট ২০২৫ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে উত্থাপিত হয়। এই কমিটি এনিমেল হাজবেন্ড্রীর গুরুত্ব অনুধাবন করে এটিকে স্বতন্ত্র ডিগ্রি হিসেবে রাখার পক্ষে মত দেন [উল্লেখ্য অতীতেও জাতীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গঠিত নানা কমিটি স্বতন্ত্র ডিগ্রী হিসেবে থাকার সুপারিশ করে] এবং আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে এনিমেল হাজবেন্ড্রী ও ভেটেরিনারি অনুষদের যৌথ অংশগ্রহণে একটি কমবাইন্ড কারিকুলামে বি এস সি ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রীর সুপারিশ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এই স্বতন্ত্র তিনটি ডিগ্রির প্রস্তাবকে দেশীয়, বৈশ্বিক, শিক্ষা ও গবেষণার প্রেক্ষাপটে যৌক্তিক মনে করে তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে এবং পাশ করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এনিমেল হাজবেন্ড্রী ডিগ্রী কে বিলুপ্ত করে শুধুমাত্র কমবাইন্ড চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১ সালে ইউজিসি এর অনুমোদন নিয়ে Animal Science and Veterinary Medicine অনুষদের অধীনে এনিমেল হাজবেন্ড্রী ডিগ্রী চালু করে। পরবর্তীতে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন ইউজিসিকে চাপ প্রয়োগ ও প্রভাবিত করে এই ভর্তি প্রক্রিয়া স্থগিত করে। এমতবস্থায়, আইনের শরণাপন্ন হলে মহামান্য হাইকোর্ট সমস্ত কিছু বিবেচনা করে এনিমেল হাজবেন্ড্রী ডিগ্রী কে একটি গুরুত্বপূর্ণ ডিগ্রী হিসেবে বিবেচনা করে ছাত্র ভর্তি কার্যক্রম চলমান রাখতে বলেন। ২০১১ থেকে অদ্যবধি এই ডিগ্রীর গ্রাজুয়েটবৃন্দ সফলভাবে প্রাণিসম্পদ সেক্টরে কাজ করে যাচ্ছে। দেশ বিদেশের সকল তথ্য বিশ্লেষণ করে বিচারক বৃন্দ বলেন “It transpires that there is a need of graduates in Animal Husbandry in our country.” মহামান্য হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা ছিল “In light of the fact that animal husbandry is related to animal production, breeding, care, management of dairy, poultry, processing, preservation & marketing of livestock products whereas the jobs & duties of veterinary doctors are related to taking care of animal health of the animal. We find that the function of the two disciplines are quite different. There should not be any conflict between the Veterinary Doctor’s and the graduates of the Animal Husbandry. Therefore we find the protest made by BVA is undesirable as their activities are directed at creating a monopoly in the field of education on Animal Health & Animal Production. As such, we hold that issuance of the impugned order by the UGC at the influence of the BVA in suspending it’s own decision is not accordance with law.’
পরবর্তীতে BVA এফিলেটেড ডিভিশনে আপিল করলে মামলাটিতে মহামান্য হাইকোর্ট এর সিদ্ধান্তকে সঠিক বিবেচনা করে খারিজ করে দেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ডিগ্রীটিকে বিলুপ্তি ঘোষণার মাধ্যমে বিজ্ঞ আদালতের নির্দেশনা লঙ্ঘিত হয়েছে। প্রশাসন চাইলে নতুন ডিগ্রি করতে হবে। কিন্তু Existing Animal Husbandry ডিগ্রি বন্ধ করা কোন গভীর ষড়যন্ত্র তারা মনে করেন। বাংলাদেশে এনিমেল হাজবেন্ড্রী কাউন্সিল গঠন করার কোন বিকল্প নেই। এই উদ্যোগসমূহ সফল করার জন্য বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএসসি এএইচ ডিগ্রি চালু করা প্রয়োজন। আমরা যদি সত্যিকার অর্থেই স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে প্রাণিসম্পদ খাতকে কার্যকরভাবে ব্যবহার করতে চাই তাহলে এই বিষয়গুলো অতিদ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন ।
তাদের ৫টি প্রস্তাব: ১। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশুপালন ডিগ্রি কার্যক্রম বন্ধের আদেশ প্রত্যাহার করা উচিত। ২। চাকরির জন্য কমবাইন্ড ডিগ্রী অগ্রাধিকার সংক্রান্ত বিবৃতি প্রত্যাহার করা উচিত। ৩। বাংলাদেশে পশু সম্পদ উন্ননের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে গবেষণা হয়েছিল, সেই গবেষণা অনুযায়ী DLS কে Bifurcate করা উচিতঃ GOVERNMENT OF THE PEOPLE’S REPUBLIC OF BANGLADESH CABINET SECRETARIAT ESTABLISHMENT DIVISION O&M WING REPORT OF THE O & M WING ON THE BIFURCATION OF THE DIRECTORATE OF LIVESTOCK SERVICES PREPARED BY: BAZLUR RAHMAN, Assignment Officer, February, 1980, File N°- ED/OM (Co-ord)-105/79. ৪। মন্ত্রণালয়ের উচিত Animal Husbandry Council কে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা। ৫। এন্ট্রি লেভেলে পশুপালনের জন্য একটি নতুন পদ তৈরি করা।