মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
আজ ২৫ডিসেম্বর২০২৪,বুধবার,বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এ
সকাল ১০:০০টা-১২:০০ টা পর্যন্ত ৩৩ তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে বাঁশখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল – মাদরাসার ৪র্থ ও ৭ম শ্রেণির ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে ২০২৩ সালে অনুষ্ঠিত ৩২তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।অধ্যাপক আশেক এলাহী’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব),চট্টগ্রাম জনাব মোহাম্মদ নূরুল্লাহ নূরী।বিশেষ অতিথি ছিলেন বাঁশখাকী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জামশেদুল আলম।প্রধান অতিথি বলেন, বাঁশখালী ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে বাঁশখালীর শিক্ষা বিস্তারে অনবদ্য ভূমিকা রেখে আসছে।
আগামী দিনে বাঁশখালী ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মনোতোষ দাশ,কবি কমরুদ্দিন আহমদ,কুতুব উদ্দিন হাছান নূরী,আহমদুর রহমান মিটু, ফেরদৌস আকতার,আলহাজ্ব নেজামুল হক (কাজল),অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক ফরমান উল্লাহ,অধ্যাপক সুজন বড়ুয়া,শিহাব উদ্দিন,অধ্যাপক মোখতারুজ্জামান,অধ্যাপক মো:মফিজ উদ্দিন,মিনহাজ উদ্দিন সামী,কৃতি শিক্ষার্থী তাসনিম প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সরকারি আলাওল কলেজের রোভাররা অনুষ্ঠানের ব্যবস্হাপনায় সেবা প্রদান করে।উল্লেখ্য যে,প্রধান অতিথি ১০০জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও প্রাইজবন্ড বিতরণ করেন।