বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : রিট পিটিশনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের আদেশে বাঁশখালীর সরল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন সরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ রোকসানা আক্তার। তাকে বাদ দিয়ে প্রশাসক নিয়োগের আদেশ হাইকোর্ট ৩ মাসের জন্য স্থগিত করায় সোমবার থেকে তাকে আবারো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিয়নের যাবতীয় কার্যক্রম পরিচালনা ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়। গতকাল সোমবার (২৫ আগস্ট) বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে রোকসানা আক্তারকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পন করে চিঠি দেন।
জানা গেছে, আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রোকসানা আক্তার অফিস করেছেন। এর আগেও তিনি প্রায় ১০ মাস ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিগত ১৮ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বাদ দিয়ে সরল ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন রোকসানা আক্তার।
এদিকে সরল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় রোকসানা আক্তারকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল। সরল ইউনিয়ন পরিষদের সচিব, সকল ইউপি সদস্যগণ ও গ্রাম পুলিশসহ সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় রোকসানা আক্তারকে অভিনন্দন জানিয়েছেন।