চট্টগ্রামের বাঁশখালীতে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি এবং আলিম পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী এই শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র প্রদান করে সম্মানিত করা হয়।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ১২ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস’ স্কিমের আওতায় এই পুরস্কার প্রদান করা হয়।
বাঁশখালী উপজেলা একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম।
চাম্বল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এহছানুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা কর্মকর্তা জিসান আহমদ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকাতুল ইসলাম, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসাইন, মাষ্টার নজির আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আশেক এলাহি সোহেল, কামাল উদ্দীন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লোকমান, রংগিয়াঘোনা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইসমাইল, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক, মোঃ নেজাম উদ্দিন সাগর, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন, রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, শেখেরখীল দারুচ্ছালাম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মোঃ ইসমাইল , মাস্টার ফৌজুল কবির চৌধুরীসহ বিভিন্ন কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসার প্রধান, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জামশেদুল আলম বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের জন্য গর্বের। পসরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং তাদের মেধা বিকাশে সহায়ক হবে। তিনি এই সাফল্য ধরে রেখে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি বলেন, অনেকেই এসএসসি, এইচএসসিতে ভালো ফলাফল করলেও পরবর্তীতে পড়ালেখা ঠিকমত না করার কারণে ভালো জায়গায় পৌঁছতে পারেনা। এজন্য মাদক, মোবাইল আসক্তি না হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তাহলেই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।’ অন্যন্য বক্তারা বলেন, এই ধরনের সম্মাননা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ায়। তারা এই উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মোহাম্মদ আমিনুল ইসলামঃ
বাঁশখালীতে পারফরমেন্স ভিত্তিক কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
Tag :
জনপ্রিয়