বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পূর্ণ বহালের দাবিতে বরগুনা জেলার প্রত্যেক উপজেলায় মানববন্ধনের অংশ হিসাবে আমতলী প্রেসক্লাব ও মানববন্ধনের আয়োজন করেন।আজ (২৩- ৮-২৫)রোজ শনিবার সকাল ১১টায় আমতলী উপজেলাগেটে, এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক এ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক সাবেক (এমপি), জহিরুল ইসলাম মামুন (ভিপি)সিনিয়র যুগ্ন আহবায়ক আমতলী উপজেলা (বিএনপি), কবির ফকির আহবায়ক পৌর (বিএনপি) মকবুল খান যুগ্ন আহবায়ক, জালাল উদ্দিন খাঁন সদস্য সচিব, জাহাঙ্গীর মাস্টার উপজেলা কৃষকদলের সভাপতি, অ্যাডভোকেট জসিম উকিল সভাপতি উপজেলা আমতলী আইনজীবী সমিতি, এছাড়াও তাদের এই ন্যায্য অধিকার দাবির আধার লক্ষ্যে মানববন্ধনে উপস্থিত হয়েছিলেন সাধারণ মানুষরাও।
এখানে বক্তারা বলেন, একসময় বরগুনা জেলার তিনটি পূর্ণ সংসদীয় আসন ছিল। কিন্তু বর্তমানে তা কমিয়ে আনা হয়েছে। এতে জেলার জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং মানুষের ভোটাধিকার কার্যকরভাবে প্রয়োগে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
বক্তারা আরও বলেন, বরগুনা জেলার জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক গুরুত্বের কথা বিবেচনা করে পুনরায় তিনটি পূর্ণ আসন বহাল করা সময়ের দাবি। এজন্য তারা নির্বাচন কমিশনসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধন শেষে সাংবাদিকসহ সিনিয়র নেতৃবৃন্দ বলেন, দাবিটি মেনে না নিলে তারা আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ
বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পূর্ণবহলের দাবিতে আমতলীতে মানববন্ধন
Tag :
জনপ্রিয়