বন্যা দুর্গত এলাকায় ত্রাণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে শক্তি ফাউন্ডেশন।
গত নয় ও দশ অক্টোবর শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা দুর্গত প্রায় পনের মানুষের মাঝে শক্তি ফাউন্ডেশন ত্রাণ বিতরণ করেন।বন্যা দুর্গত এলাকায় শক্তি ফাউন্ডেশন ত্রাণ বিতরণ এর সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা এবং শক্তি ফাউন্ডেশন শেরপুর এরিয়া সুপার ভাইজার আব্দুর রউফ।
আজ পনের অক্টোবর শক্তি ফাউন্ডেশন ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন বগুড়া জোন এর জোনাল হেড মাকসুদুর রহমান ও ময়মনসিংহ রিজিওনাল হেড শেখ মনিরুজ্জামান এবং শেরপুর এরিয়া সুপার ভাইজার আব্দুর রউফ।শক্তি ফাউন্ডেশন ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন বগুড়া জোন এর জোনাল হেড মাকসুদুর রহমান বলেন বন্যা দুর্গত মানুষের মাঝে আমরা ত্রাণ দিয়েছি।দুইজন ডাক্তার দিয়ে আপনাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি এবং ফ্রি ঔষধ দিচ্ছে শক্তি ফাউন্ডেশন এর পক্ষ থেকে।
শক্তি ফাউন্ডেশন এর ফ্রি মেডিকেল ক্যাম্প এ সেবা নিতে আসা যোগানিয়া পূর্ব পাড়ার সত্তর বছর বয়সী খালেদা বেগম বলেন মেলা টেহার অষুধ দিছে শক্তি ফাউন্ডেশন।
সেবা নিতে আসা শক্তি ফাউন্ডেশন এর ফ্রি মেডিকেল ক্যাম্প এ সিটপাড়ার পঁয়ষট্টি বছর বয়সী রহিমার ভাষ্য শক্তি ফাউন্ডেশন দেওয়া অষুধ অনেক কামে লাগছে। আমার অসুখ,টেহা নাই কোইথে কিনতাম।শক্তি ফাউন্ডেশন এর ফ্রি মেডিকেল ক্যাম্প এ সেবা নিতে আসা আরেক রোগী যোগানিয়া পূর্ব পাড়ার আঠারো বছর বয়সী নিগার সুলতানা ছোঁয়া বলেন আমাদের বন্যা দুর্গত এলাকায় শক্তি ফাউন্ডেশন ফ্রি মেডিকেল ক্যাম্প সত্যিই প্রশংসার দাবিদার।
শক্তি ফাউন্ডেশন শেরপুর এরিয়া সুপার ভাইজার আব্দুর রউফ বলেন আগামীকাল ষোল অক্টোবর শক্তি ফাউন্ডেশন ফ্রি মেডিকেল ক্যাম্প আছে পাঁচগাঁও এলাকায়।
ভবিষ্যতে এই রকম বিভিন্ন সময় মানুষের মাঝে সর্বোচ্চ শক্তি নিয়ে পাশে দাঁড়াবে শক্তি ফাউন্ডেশন।