রংপুর বদরগঞ্জ উপজেলা থানায় ১৩ নং কালুপাড়া ইউনিয়নের শহিদুল হক মানিক চেয়ারম্যান এর বিরুদ্ধে জমির দখলের অভিযোগের থানায় অভিযোগ করলেও থানায় কর্মকর্তা কোন পদক্ষেপ না নেওয়ার অভিযোগকারী পরিবার পালিয়ে বেড়াচ্ছে, অভিযোগ সূত্রে জানা যায় উপজেলা ১৩ নং কালু পাড়া ইউনিয়নের শংকরপুর ভোলার পাড়া গ্রামের আজাদ আলী সঙ্গে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মানিক ও তাদের শহীদ দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে হাওড়া থেকে বিরোধ চলে আসতেছে, পূর্ব শত্রুতার জের ধরে গত 13/11/2024 ইং তারিখে সকাল ১১ ঘটিকায় সময় মানিক চেয়ারম্যান তার দলবল নিয়ে ২১৯৬ দাগে জমি খতিয়ান নং ৫৬৯ এর জমির পরিমাণ ৭৫ শতাংশ জমি দখল করার জন্য শংকরপুর সরকার পাড়া মৃত তছির উদ্দিন এর ছেলে মানিক চেয়ারম্যান সহ ফারুক হোসেন কোকিল, রাশেদ সরকার ,তানভীর আহমেদ তমাল, রওজা, তোতা ,জলিল ,জোবায়েদ, ফয়সাল ,লাভলু ,রবিউল সহ অগতনামা আরো ৪০-৫০ জন আসামি উক্ত জমির দখল করে, এতে আজাদ আলী বাধা দিলে তার মাথায় তানভীর তামাল ধারালো ছোরা দিয়ে মাথায় আঘাত করে পরে তার হাত থেকে ধারালো ছোরা কেড়ে নিয়ে রাশেদ তার হাতে কোপ মাইরে তার ডান হাতের তিনটি আঙ্গুল কেটে মাটিতে ফেলে দেয়, বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারী মালামাল আত্মসাৎ কারী মার্ডার মামলার সহ একাধিক মামলায় জড়িত বদরগঞ্জ থানায় গত 13 11 2014 ইং তারিখে থানা এজাহার হিসেবে মামলা করিলে মামলা গ্রহণ করেনি, অফিসার ইনচার্জ এ কে এম আতিকুর রহমান জানান আমি নতুন জয়েন করতেছি এবং বিষয়টি দেখতেছি, শহিদুল হক মানিক এর ভাতিজা ফয়সাল বাদী হয়ে বদরগঞ্জ থানায় উক্ত মামলা রেকর্ড করিলে অপর পক্ষে রিয়াদ হাসান বদরগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক এর কোমর ব্যথা ও ডায়রিয়া, উক্ত তারিখে সকাল অনুমান ৯ঃ৪৫ মিনিটে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি হলেও তার বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়, ভর্তি থাকার পরেও উক্ত মামলায় এক নাম্বার আসামি করা হয়েছে
০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম












