বগুড়া শহরের শীর্ষ সন্ত্রাসী কারাবন্দি তুফান সরকারের শ্বশুর আলোচিত ফেনসিডিল কারবারি আলম, শাশুড়ি তাসলিমা আক্তার তাসলি ও তার স্ত্রী সোনালী সরকারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বুধবার ৯ জুলাই ভোরে বগুড়া শহরের সেউজগাড়ি পালপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদের বাড়ি থেকে বেশকিছু ফেনসিডিল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করা হয়। গভীর রাত থেকে ভোর পর্যন্ত এই অভিযান চলে। এসময় আলমের চারতলা বাড়িসহ তার দুটি বাড়িতে অভিযান চলে। অভিযানকালে মাদক কারবারি ওই তিনজনকে গ্রেফতার, ফেনসিডিল এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।