০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বই আলোচনা

  • প্রকাশিত ০৬:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে

কবি মৌসুমী মৌ ,স্বদেশ বিচিত্রা : প্রেম কোনো রোগ নয় কিংবা নয় কোন বস্তু! তবুও মানুষ বলে- আমি প্রেমে পড়েছি। সত্যি কি তাই? মানুষ কি প্রেমে পড়ে প্রেমিক হয়! নাকি প্রেম মানুষের অনুভূতিতে অস্তিত্ব গড়ে? দার্শনিক থেকে শুরু করে রাজা- মহারাজা চাল- চুলো হীন হত দরিদ্র সকলেই কোনো না কোনো একবার প্রেমে পড়ে। তবে প্রেমের নির্দিষ্ট কোন সংজ্ঞা বা বৈশিষ্ট্য নেই, প্রেম শুধুই প্রেম।

প্রেম শাশ্বত – চিরন্তন! প্রেম এক নিয়ম বিরুদ্ধ অনুভূতি। প্রেম মস্তিষ্কে বেড়ে ওঠা দুটি প্রাণের অন্তর্নিহিত আকাঙ্খার প্রকাশ। প্রেম—-বিরহ- বিচ্ছেদ, পাওয়া – না পাওয়া, আলো আধাঁরির দোলাচলে বেড়ে ওঠা কিছু “না বলা কথা’।
নাট্যকার, সুরকার, প্রতিষ্ঠিত সংগীতশিল্পী, ঔপন্যাসিক সোহেল আহমেদ তাঁর উপন্যাস লেখার উপজীব্য হিসেবে মানুষের জীবনধারার মৌলিকত্বকে গুরুত্ব দিয়ে স্থান – কাল- পাত্র ভেদে প্রবাহমান জীবনের বিভিন্ন রূপ চরিত্রকে ফুটিয়ে তুলেছেন। চরিত্রের স্বার্থে উপন্যাসে উঁকিঝুঁকি মেরেছে সমাজনীতি, সাম্যবাদ, মানবতাবাদ এবং পুঁজিবাদের নানা রূপ, উপস্থাপনের নান্দনিকতায় এসেছে প্রেম- স্বার্থ, বিরহ- বিচ্ছেদ, সহমর্মিতা- কলহ, অভিমান, ধর্ম, সংস্কার, উঁচু- নিচু, জাত- পাতের বৈষম্য।

ঔপন্যাসিক সোহেল আহমেদ তাঁর সামাজিক প্রেমের উপন্যাস ” না বলা কথা” অত্যন্ত সুরুচি পূর্ণ উন্নত শব্দ প্রয়োগ ও সাহিত্যের অলংকরণে তাঁর সৃষ্টিকর্মকে করেছেন অনন্য এবং নিকষিত।

এ উপন্যাসটি আমি বার কয়েক পড়েছি তবে সহজ- সুস্থ সাবলীল শব্দ ব্যাবহারের কারণে তা কিঞ্চিৎ আলোচনা করার ধৃষ্টতা আমার হয়েছে। আমার যতসামান্য জ্ঞান দ্বারা পর্যবেক্ষণ করে এতটুকু জেনেছি এবং মেনেছি- তিনি তাঁর উপন্যাসের মাধ্যমে প্রতিটি পাঠকের ” না বলা কথা’ যেন অকপটে বলে দিয়েছেন তাঁর ক্ষুরধার কলমে। চমৎকার প্রচ্ছদে পঁয়ষট্টি পৃষ্ঠার এ উপন্যাসটি নিঃসন্দেহে পাঠকের মনে আঁচড় কাটবে- এ আমার দৃঢ় বিশ্বাস। তাঁর এ সৃষ্টিশীল কর্মের মূল্যায়নে আমি তাঁকে সাধুবাদ জানাই। সাহিত্যের তারে সুর সেধে তিনি এগিয়ে যাক অসীম দিগন্তে।

তবুও মেঘ ভাঙা জ্যোসনায় কিংবা তাঁরা হারা নিকশ রাতে যদি কখনো আমায় মনে পড়ে! হৃদয়ের গহীনে গচ্ছিত প্রেম আমার লাগি আবার যদি কখনো কেঁদে ওঠে, তবে চিঠি দিও- জানিয়ে দিও তোমার ” না বলা কথা।
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

ফেনীতে (চায়না বাংলাদেশ) ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের দাবিতে এফডিসি’র মানববন্ধন

বই আলোচনা

প্রকাশিত ০৬:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

কবি মৌসুমী মৌ ,স্বদেশ বিচিত্রা : প্রেম কোনো রোগ নয় কিংবা নয় কোন বস্তু! তবুও মানুষ বলে- আমি প্রেমে পড়েছি। সত্যি কি তাই? মানুষ কি প্রেমে পড়ে প্রেমিক হয়! নাকি প্রেম মানুষের অনুভূতিতে অস্তিত্ব গড়ে? দার্শনিক থেকে শুরু করে রাজা- মহারাজা চাল- চুলো হীন হত দরিদ্র সকলেই কোনো না কোনো একবার প্রেমে পড়ে। তবে প্রেমের নির্দিষ্ট কোন সংজ্ঞা বা বৈশিষ্ট্য নেই, প্রেম শুধুই প্রেম।

প্রেম শাশ্বত – চিরন্তন! প্রেম এক নিয়ম বিরুদ্ধ অনুভূতি। প্রেম মস্তিষ্কে বেড়ে ওঠা দুটি প্রাণের অন্তর্নিহিত আকাঙ্খার প্রকাশ। প্রেম—-বিরহ- বিচ্ছেদ, পাওয়া – না পাওয়া, আলো আধাঁরির দোলাচলে বেড়ে ওঠা কিছু “না বলা কথা’।
নাট্যকার, সুরকার, প্রতিষ্ঠিত সংগীতশিল্পী, ঔপন্যাসিক সোহেল আহমেদ তাঁর উপন্যাস লেখার উপজীব্য হিসেবে মানুষের জীবনধারার মৌলিকত্বকে গুরুত্ব দিয়ে স্থান – কাল- পাত্র ভেদে প্রবাহমান জীবনের বিভিন্ন রূপ চরিত্রকে ফুটিয়ে তুলেছেন। চরিত্রের স্বার্থে উপন্যাসে উঁকিঝুঁকি মেরেছে সমাজনীতি, সাম্যবাদ, মানবতাবাদ এবং পুঁজিবাদের নানা রূপ, উপস্থাপনের নান্দনিকতায় এসেছে প্রেম- স্বার্থ, বিরহ- বিচ্ছেদ, সহমর্মিতা- কলহ, অভিমান, ধর্ম, সংস্কার, উঁচু- নিচু, জাত- পাতের বৈষম্য।

ঔপন্যাসিক সোহেল আহমেদ তাঁর সামাজিক প্রেমের উপন্যাস ” না বলা কথা” অত্যন্ত সুরুচি পূর্ণ উন্নত শব্দ প্রয়োগ ও সাহিত্যের অলংকরণে তাঁর সৃষ্টিকর্মকে করেছেন অনন্য এবং নিকষিত।

এ উপন্যাসটি আমি বার কয়েক পড়েছি তবে সহজ- সুস্থ সাবলীল শব্দ ব্যাবহারের কারণে তা কিঞ্চিৎ আলোচনা করার ধৃষ্টতা আমার হয়েছে। আমার যতসামান্য জ্ঞান দ্বারা পর্যবেক্ষণ করে এতটুকু জেনেছি এবং মেনেছি- তিনি তাঁর উপন্যাসের মাধ্যমে প্রতিটি পাঠকের ” না বলা কথা’ যেন অকপটে বলে দিয়েছেন তাঁর ক্ষুরধার কলমে। চমৎকার প্রচ্ছদে পঁয়ষট্টি পৃষ্ঠার এ উপন্যাসটি নিঃসন্দেহে পাঠকের মনে আঁচড় কাটবে- এ আমার দৃঢ় বিশ্বাস। তাঁর এ সৃষ্টিশীল কর্মের মূল্যায়নে আমি তাঁকে সাধুবাদ জানাই। সাহিত্যের তারে সুর সেধে তিনি এগিয়ে যাক অসীম দিগন্তে।

তবুও মেঘ ভাঙা জ্যোসনায় কিংবা তাঁরা হারা নিকশ রাতে যদি কখনো আমায় মনে পড়ে! হৃদয়ের গহীনে গচ্ছিত প্রেম আমার লাগি আবার যদি কখনো কেঁদে ওঠে, তবে চিঠি দিও- জানিয়ে দিও তোমার ” না বলা কথা।
স্বদেশ বিচিত্রা/এআর