০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
চয়ন পাল

ফেনীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে জলাবদ্ধতায় আতঙ্কিত জনজীবন।

  • প্রকাশিত ১২:৪৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে

ফেনীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে জলাবদ্ধতায় আতঙ্কের সৃষ্টি হচ্ছে জনজীবনে। গত ২৪ ঘন্টায় প্রচন্ড বৃষ্টিপাতে ফেনীর বিভিন্ন স্হানে জলবদ্ধতার কারনে মানুষের ভোগান্তি ও আতঙ্ক বেড়ে চলছে। এর মধ্যে শহরের ভিবিন্ন রাস্তা ঘাটে কোমড় পরিমাণ পানির কারণে মানুষের যাতায়াত অবস্থায় বিঘ্ন ঘটছে। ফেনী শহরের ব্যস্ততম শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক সহ ইসলামপুর রোড,কলেজ রোড,একাডেমি রোড,এছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জলাবদ্ধতার কারণে বিভিন্ন দোকানপাট ও বাসা বাড়িতে পানি ঢুকে আসবাবপত্র ও মালামালের ক্ষতির পরিমান বাড়ছে। এ ছাড়া ফেনীর উপজেলাগুলোর মধ্যে, পশুরাম,ফুলগাজী, সোনাগাজী,দাগনভূঞা নিম্নবর্তী এলাকাগুলোতেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।ফেনী জেলা প্রশাসকের কার্যালয় ত্রাণ ও পুর্নবাসন শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ আবহাওয়ার সূত্রমতে গত ২৪ ঘন্টায় (৮ই জুলাই ২০২৫ইং সন্ধা ৬.০০ টা পর্যন্ত) ফেনী জেলায় ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিপাত ও উজান হতে আসা ঢলে মুহুরি ও সিলোনিয়া নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কয়েকটি স্থানে ভাঙনের ফলে লোকালয়ে পানি প্রবেশ করে করে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ফুলগাজী ৯৯ টি ও পরশুরাম উপজেলায় ৩২ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে বাস্তব অবস্থা বিবেচনা করে প্রয়োজন হলে বন্যা কবলিত নাগরিকদের আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৮ জুলাই ২০২৫ ইং তারিখে সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্যকর ভাবে দুর্যোগ মোকাবিলা ও সার্বক্ষণিক যোগাযোগ করা সহ যে কোন তথ্য আদান-প্রদানের জন্য জেলা প্রশাসকের কার্যালয় ফেনীর ত্রাণ ও পূর্বাসন শাখায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের নম্বর নিম্নরূপ। ফোন নম্বর -০২৩৩৪৪৭৪১৩৩ মোবাইল নম্বর (১) ০১৮৯৮-৪৪৪৫০০ (২) ০১৩৩৬-৫৮৬৬৯৩।
এবং আতঙ্কিত না হয়ে বন্যা কবলিত এলাকার নাগরিকদের সময় মত নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার অনুরোধ জানিয়েছেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

Tag :
জনপ্রিয়

বাঁশখালীতে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে বক্তারা একাত্তরের স্বাধীনতা বিরোধীরাই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

চয়ন পাল

ফেনীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে জলাবদ্ধতায় আতঙ্কিত জনজীবন।

প্রকাশিত ১২:৪৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

ফেনীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে জলাবদ্ধতায় আতঙ্কের সৃষ্টি হচ্ছে জনজীবনে। গত ২৪ ঘন্টায় প্রচন্ড বৃষ্টিপাতে ফেনীর বিভিন্ন স্হানে জলবদ্ধতার কারনে মানুষের ভোগান্তি ও আতঙ্ক বেড়ে চলছে। এর মধ্যে শহরের ভিবিন্ন রাস্তা ঘাটে কোমড় পরিমাণ পানির কারণে মানুষের যাতায়াত অবস্থায় বিঘ্ন ঘটছে। ফেনী শহরের ব্যস্ততম শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক সহ ইসলামপুর রোড,কলেজ রোড,একাডেমি রোড,এছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জলাবদ্ধতার কারণে বিভিন্ন দোকানপাট ও বাসা বাড়িতে পানি ঢুকে আসবাবপত্র ও মালামালের ক্ষতির পরিমান বাড়ছে। এ ছাড়া ফেনীর উপজেলাগুলোর মধ্যে, পশুরাম,ফুলগাজী, সোনাগাজী,দাগনভূঞা নিম্নবর্তী এলাকাগুলোতেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।ফেনী জেলা প্রশাসকের কার্যালয় ত্রাণ ও পুর্নবাসন শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ আবহাওয়ার সূত্রমতে গত ২৪ ঘন্টায় (৮ই জুলাই ২০২৫ইং সন্ধা ৬.০০ টা পর্যন্ত) ফেনী জেলায় ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিপাত ও উজান হতে আসা ঢলে মুহুরি ও সিলোনিয়া নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কয়েকটি স্থানে ভাঙনের ফলে লোকালয়ে পানি প্রবেশ করে করে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ফুলগাজী ৯৯ টি ও পরশুরাম উপজেলায় ৩২ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে বাস্তব অবস্থা বিবেচনা করে প্রয়োজন হলে বন্যা কবলিত নাগরিকদের আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৮ জুলাই ২০২৫ ইং তারিখে সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্যকর ভাবে দুর্যোগ মোকাবিলা ও সার্বক্ষণিক যোগাযোগ করা সহ যে কোন তথ্য আদান-প্রদানের জন্য জেলা প্রশাসকের কার্যালয় ফেনীর ত্রাণ ও পূর্বাসন শাখায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের নম্বর নিম্নরূপ। ফোন নম্বর -০২৩৩৪৪৭৪১৩৩ মোবাইল নম্বর (১) ০১৮৯৮-৪৪৪৫০০ (২) ০১৩৩৬-৫৮৬৬৯৩।
এবং আতঙ্কিত না হয়ে বন্যা কবলিত এলাকার নাগরিকদের সময় মত নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার অনুরোধ জানিয়েছেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।