স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : ফেনীর পরশুরামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম মির্জানগর গ্রামের বাসিন্দা।
২৮ এপ্রিল, সোমবার সকালে উপজেলার পশ্চিম মির্জানগরে নিহতের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে নিজ বাড়ির ঘরের পাশে মোটরে সুইজ দেয়ার সময় বিদ্যুতায়িত হন তাজুল ইসলাম। ঘটনাস্থলে তার শরীরের ৫০ ভাগ জ্বলসে যায়।
স্থানীয়রা উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরশুরাম থানার ওসি নুরুল হাকিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাঁর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু ডায়েরি হয়েছে, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
স্বদেশ বিচিত্রা/এআর