০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে সাবেক ডিএমপি কমিশনারের পরিচিত ভাগ্নে ‘ক্যাশিয়ার’ ইব্রাহিম গ্রেপ্তার

  • প্রকাশিত ০৪:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ভাগ্নে ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। একইদিন ফরিদপুর শহরের আদালতপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানায় হওয়া একটি মামলায় এজাহারনামীয় আসামি এই ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বার। তার বিরুদ্ধে নাশকতা, হত্যা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে একাধিক থানায় মামলা রয়েছে।

জানা গেছে, কেন্দ্রীয় তাঁতী লীগের সদস্য ইব্রাহিম শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক দুর্নীতিবাজ ডিএমপি কমিশনার (বর্তমানে কারান্তরীণ) আছাদুজ্জামান মিয়ার লোকাল ক্যাশিয়ার ছিলেন এই ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বার। আছাদুজ্জামান মিয়ার হয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যহার করত সে।

অন্যের জমি-দোকান দখল, সালিসের নামে টাকা আদায়, চাঁদাবাজিসহ নানান অভিযোগ রয়েছে ইব্রাহিমের বিরুদ্ধে। তাছাড়া পুলিশে চাকরি, বদলি এসব দেখভাল করতেন ইব্রাহিম শেখ।

ফরিদপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার জানান, দুপুরে শহর থেকে ইব্রাহিম শেখকে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় হওয়া দ্রুত বিচার আইনের একটি মামলায় ২৯ নম্বর আসামি ইব্রাহিম ওরফে কলম।

তিনি আরও জানান, সে একজন পেশাদার জুয়াড়ি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে আরও মামলা আছে কি-না তা যাচাই-বাছাই করা হচ্ছে।
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

দুই লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ! বগুড়া শেরপুর থানার এসআই জাহাঙ্গীর ক্লোসড

ফরিদপুরে সাবেক ডিএমপি কমিশনারের পরিচিত ভাগ্নে ‘ক্যাশিয়ার’ ইব্রাহিম গ্রেপ্তার

প্রকাশিত ০৪:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ভাগ্নে ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। একইদিন ফরিদপুর শহরের আদালতপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানায় হওয়া একটি মামলায় এজাহারনামীয় আসামি এই ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বার। তার বিরুদ্ধে নাশকতা, হত্যা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে একাধিক থানায় মামলা রয়েছে।

জানা গেছে, কেন্দ্রীয় তাঁতী লীগের সদস্য ইব্রাহিম শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক দুর্নীতিবাজ ডিএমপি কমিশনার (বর্তমানে কারান্তরীণ) আছাদুজ্জামান মিয়ার লোকাল ক্যাশিয়ার ছিলেন এই ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বার। আছাদুজ্জামান মিয়ার হয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যহার করত সে।

অন্যের জমি-দোকান দখল, সালিসের নামে টাকা আদায়, চাঁদাবাজিসহ নানান অভিযোগ রয়েছে ইব্রাহিমের বিরুদ্ধে। তাছাড়া পুলিশে চাকরি, বদলি এসব দেখভাল করতেন ইব্রাহিম শেখ।

ফরিদপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার জানান, দুপুরে শহর থেকে ইব্রাহিম শেখকে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় হওয়া দ্রুত বিচার আইনের একটি মামলায় ২৯ নম্বর আসামি ইব্রাহিম ওরফে কলম।

তিনি আরও জানান, সে একজন পেশাদার জুয়াড়ি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে আরও মামলা আছে কি-না তা যাচাই-বাছাই করা হচ্ছে।
স্বদেশ বিচিত্রা/এআর