প্রিয় মুহাম্মদ
তৌহিদুল ইসলাম কনক
#
প্রিয় নবী যেদিন এলো
এই পৃথিবীর বুকে
ধন্য হলো এই পৃথিবী
সবাই হাসি মুখে।
চাঁদের আলো ছড়িয়ে দিল
সেজদা করে পাহাড়
লক্ষ তারায় ছড়িয়ে আকাশ
ছড়ায়ে রঙের বাহার।
শ্রেষ্ঠ নবীর উম্মত আমি
পেলাম যখন ঠাঁই
যত দুঃখ আসুক আমার
কোন চিন্তা নাই।
আল্লাহ আমার সৃষ্টিকর্তা
নবীর উম্মত আমি
এমন জীবন ধন্য আমার
আর কিছু নাই দামী।
প্রিয় নবী প্রিয় মুহাম্মদ
বিশ্বজুড়ে সেরা,
আল কুরআনে প্রিয় নবী
আল্লাহ রাসুল ঘেরা।
এই দুনিয়া কি হবে আজ
এসব আমার না যে
নবীর বানী আমার প্রাণে
সকল সময় বাজে
#