০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শেখ মো আসিফ হোসেন

প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো’র মৃত্যুতে এনডিপি’র শোক

  • প্রকাশিত ০৫:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ২০২ বার দেখা হয়েছে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনো আর নেই। শুক্রবার (১০ মে-২০২৪) দিনগত রাত ২টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

হায়দার আকবর খান ধানমন্ডির নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গত সোমবার সন্ধ্যায় বেশি অসুস্থবোধ করলে তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি।
বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ,লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
নেতৃবৃন্দ শোক বিবৃতি বলেন, জাতির গভীর সংকটে আমরা একজন দেশপ্রেমিক জাতীয় বীরকে হারালাম।সুস্থ ধারার রাজনীতিতে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নীচু করেননি।
তার মৃত্যুতে আমরা একজন অসাধারণ মানবিক গুণী আলোকিত রাজনৈতিক নেতা ও লেখককে হারালাম।
নেতৃবৃন্দ শোকাভিভূত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানান।

হায়দার আকবর খান রনো ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।

মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা। তিনি একাধিক বইয়ের লেখক।

২০১০ সালে মতভিন্নতার কারণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছেড়ে হায়দার আকবর খান সিপিবিতে যোগ দেন। ২০১২ সালে তাকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর তিনি সিপিবির উপদেষ্টা হন।

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

শেখ মো আসিফ হোসেন

প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো’র মৃত্যুতে এনডিপি’র শোক

প্রকাশিত ০৫:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনো আর নেই। শুক্রবার (১০ মে-২০২৪) দিনগত রাত ২টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

হায়দার আকবর খান ধানমন্ডির নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গত সোমবার সন্ধ্যায় বেশি অসুস্থবোধ করলে তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি।
বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ,লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
নেতৃবৃন্দ শোক বিবৃতি বলেন, জাতির গভীর সংকটে আমরা একজন দেশপ্রেমিক জাতীয় বীরকে হারালাম।সুস্থ ধারার রাজনীতিতে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নীচু করেননি।
তার মৃত্যুতে আমরা একজন অসাধারণ মানবিক গুণী আলোকিত রাজনৈতিক নেতা ও লেখককে হারালাম।
নেতৃবৃন্দ শোকাভিভূত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানান।

হায়দার আকবর খান রনো ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।

মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা। তিনি একাধিক বইয়ের লেখক।

২০১০ সালে মতভিন্নতার কারণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছেড়ে হায়দার আকবর খান সিপিবিতে যোগ দেন। ২০১২ সালে তাকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর তিনি সিপিবির উপদেষ্টা হন।