৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয় টা রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন মেট্রো লাউস রেস্টুরেন্টে মায়ের কথা সাহিত্য পরিষদের উদ্যোগে সুদূর বার্সেলোনা স্পেন প্রবাসী কবি ও সাহিত্যিক আনোয়ার হোসেন এর সংবর্ধনা সৈয়দ তৌফিক কামালের সভাপতিত্বে উপস্থিত ও কবি ও সংগঠক সৈয়দ হাবিবা মুস্তারিন এর সঞ্চালনা হেত উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞানী ও কবি জাহাঙ্গীর আলম রুস্তম, স্বপীল এর চেয়ারম্যান ব্যাংকারও সংগঠক মন্জুরুল আলম টিপু,মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির, সৈয়দ আপেল মাহমুদ, এসবি টিভির বিএম এরশাদ, ডাক্তার জাফর ইকবাল মিল্টন, নাসরিন রিনা,মাটির সুরের কর্ণধার সারোয়ার মাহি, ইঞ্জিনিয়ার সৈয়দ সাইফুজ্জামান, কবি পারভিন, কবি কুতুব উদ্দিন প্রমুখ,কথা গান কবিতার মধ্য দিয়ে এক আনন্দয়োজন অনুষ্ঠিত হয়। প্রবাসী কবি আনোয়ার হোসেন এই সংবর্ধনার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং দেশ মাতৃকার কল্যাণে সব সময় কাজ করে যাবেন বলে আশ্বস্ত করেন।
পরিশোধের নৌশভোজ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।
০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
প্রবাসী কবি আনোয়ার হোসেনের সংবর্ধনা।
Tag :
জনপ্রিয়