বিগত ১৮/০৩/২০২৫ ইং তারিখে প্রচারিত ও প্রকাশিত দৈনিক আজাদীর ৭ম পৃষ্ঠায় ১ম কলামের পূর্ববঙ্গ গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রমের ভুল তথ্য ভিত্তিক ভুয়া সংবাদের নিন্দা ও তীব্র প্রতিবাদ
বিগত ২৬ ও ২৭ ফেব্রুয়ারী পূর্ববঙ্গ গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রমে শিব চতুদর্শী শিবরাত্রি উদযাপন অনুষ্ঠান আশ্রম পরিচালনা পরিষদের উদ্যোগে সম্পন্ন হয়।
যাহা গত ১লা মার্চ দৈনিক আজাদী ও দৈনিক পূর্বকোণ পত্রিকাসহ অনেক প্রিন্টিং মিডিয়া ও অন্যান্য ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন চ্যানেলে প্রকাশিত ও প্রচারিত এবং তৎ সম্পর্কে স্থির ভিডিও চিত্র ধারন করা আছে। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী প্রধান অতিথি হিসেবে বহু সাধু সন্ন্যাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে পুরোহিত্য করেন মন্দিরের সেবায়েত শ্রীমৎ সনজিদ চৈতন্য মহারাজ। গত ১লা মার্চ দৈনিক আজাদী পত্রিকার ৭ পৃষ্ঠার ৬ষ্ঠ কলামের পূর্ববঙ্গ গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রমে অনুষ্ঠান সম্পর্কিত সংবাদ প্রকাশিত হয়। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী “ধর্ম মানুষকে আলো পথ দেখায়” শিরোনামে বিদ্রুপআত্রক করে সংবাদ প্রকাশিত হয়েছে তাহা শতভাগ মিথ্যা উদ্দেশ্যে প্রণোদিত, বিভ্রান্তিকর ও মানহানিকর বটে। উক্ত ভূয়া সংবাদের তীব প্রতিবাদ ও ঘৃনা জানায়। মন্দিরের সেবায়েত শ্রীমৎ সনজিদ চৈতন্য মহারাজের পুরোহিত্যে দু’দিন ব্যাপী বিশ্ব শান্তি কামনায় গীতাযজ্ঞ, সমবেত প্রার্থনা, ধর্মীয় আলোচনা, নগর কীতন অনুষ্ঠিত হয়। হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠান সফল ও সম্পূর্ণ হয়। তৎ পোসকে দালিলিক প্রমাণ কর্তৃপক্ষের হেফাজতে আছে। প্রকাশিত সংবাদ যে বা যারা এবং স্বার্থন্বেষী মহল উক্ত আশ্রমের বৈধ কমিটির কেউ নয়। কেবলমাত্র আশ্রমের সম্পত্তি আত্মসাৎ, অবৈধ হস্তান্তর আশ্রমের নামে চাঁদাবাজী তাহাদের পেশা ও নেশা হয়। অত্র প্রতিবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমহলের জ্ঞাতার্থে প্রচারিত। এতদসংক্রান্তে যথাযথ স্বার্থন্বেষী মহলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।