গোপন সংবাদের ভিত্তিতে, গত ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১ টা ৩০ মিনিট ঘটিকায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা ৯ নং সেনগাঁও ইউনিয়নের বেলসুয়া এলাকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপি হতে হাবিলদার মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ এর একটি টহলদল সীমান্ত মেইন পিলার ৩৪১এর এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিছু মানুষকে সীমান্তবর্তী এলাকায় রাতের অন্ধকারে যেতে দেখলে তাদেরকে চ্যালেঞ্জ করে এবং *ভারতীয় ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক চোরাচালান কারবারি আটক করতে সক্ষম হয় বলে জানানগেছে। আটককৃত আসামি
১। মোঃ আব্দুল করিম (৫২), পিতা-মৃত আজিম উদ্দিন, গ্রাম-গোগর, পোষ্ট-গোগর, থানা-রাণীশৈংকল, জেলা-ঠাকুরগাঁও।
২। মোঃ সাদ্দাম হোসেন (৩২), পিতা-মৃত মোফাজ্জল হোসেন গ্রাম-উপদইল, পোষ্ট-হরশুয়া, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও।
৩। মোছাঃ সালমা (৩৬), পিতা-মৃত ফারাজুল ইসলাম, গ্রাম-ঝাড়গা মহেশপুর, পোষ্ট-ভোলাহাট, উপজেলা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও।
উল্লেখ্য, আটককৃত ব্যক্তিদেরকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে জানিয়েছেন বর্ডার বিজিবি। এজাহার মামলা নং ২৪ পীরগঞ্জ, তারিখ ২০ জানুয়ারি ২০২৫।






















