০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ঠাকুরগাঁও প্রতিনিধি মোছাঃ তাহেরা খাতুনঃ

পীরগঞ্জে চান্দেরহাট সীমান্তে ভারতে পারাপারের সময় বিজিবি কর্তৃক বাংলাদেশী আটক।।

  • প্রকাশিত ০৯:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

 

অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ০২০০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দেরহাট বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩২/৮-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নের নোয়াডাঙ্গী সীমান্তবর্তী এলাকা হতে হাবিলদার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি টহলদল এর প্রচেষ্টায় বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে পারাপারের প্রাক্কালে ০৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয় বলে জানাগেছে। আটককৃত

ক। রবি রায় (৪৫), পিতা-কালিচরন।
খ। অন্তর রায় (১৭), পিতা-রবি রায়।
গ। অপু রায় (১৫), পিতা-রবি রায়।
ঘ। কবিতা রানী রায় (৪০), স্বামী-রবি রায়, সকলের গ্রাম-ইনোয়া, পোস্ট-ভাদুয়া, থানা-পীরগঞ্জ , জেলা-ঠাকুরগাঁও।
ঙ। নিদুল বেওয়া (৫৭), পিতা-পেন্দু রাম, গ্রাম-চেংগন, পোস্ট-মাহেরপুর, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর।

উল্লেখ্য, আটককৃত হব্যক্তিদেরকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চান্দেরহাট বিওপি । মামলা নং ১২ পীরগঞ্জ তারিখ ০৮ ফেব্রুয়ারী ২০২৫।

Tag :
জনপ্রিয়

ফেসবুক প্রোফাইল হ্যাক হলে করণীয়

ঠাকুরগাঁও প্রতিনিধি মোছাঃ তাহেরা খাতুনঃ

পীরগঞ্জে চান্দেরহাট সীমান্তে ভারতে পারাপারের সময় বিজিবি কর্তৃক বাংলাদেশী আটক।।

প্রকাশিত ০৯:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

 

অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ০২০০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দেরহাট বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩২/৮-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নের নোয়াডাঙ্গী সীমান্তবর্তী এলাকা হতে হাবিলদার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি টহলদল এর প্রচেষ্টায় বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে পারাপারের প্রাক্কালে ০৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয় বলে জানাগেছে। আটককৃত

ক। রবি রায় (৪৫), পিতা-কালিচরন।
খ। অন্তর রায় (১৭), পিতা-রবি রায়।
গ। অপু রায় (১৫), পিতা-রবি রায়।
ঘ। কবিতা রানী রায় (৪০), স্বামী-রবি রায়, সকলের গ্রাম-ইনোয়া, পোস্ট-ভাদুয়া, থানা-পীরগঞ্জ , জেলা-ঠাকুরগাঁও।
ঙ। নিদুল বেওয়া (৫৭), পিতা-পেন্দু রাম, গ্রাম-চেংগন, পোস্ট-মাহেরপুর, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর।

উল্লেখ্য, আটককৃত হব্যক্তিদেরকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চান্দেরহাট বিওপি । মামলা নং ১২ পীরগঞ্জ তারিখ ০৮ ফেব্রুয়ারী ২০২৫।