১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ আইয়ুব আনছারীঃ

পীরগঞ্জের দানাজপুর সিমান্তে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য  সহ আটক ভ্রাম্যণ ম্যাজিষ্ট্রেট কর্তৃক শাস্তিপ্রদান।

  • প্রকাশিত ০৬:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ১৭২ বার দেখা হয়েছে

০২ ডিসেম্বর ২০২৪ তারিখ গোপন সংবাদ ভিত্তিতে জানাযায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২) বিজিবি র দানাজপুর সিমান্ত রক্ষী বিওপি এর দায়িত্ব পূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৪০/৩ এস এর নিকট বর্তী আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আখ সেন্টার নামক স্থান দিয়ে প্রাইভেট কারযোগে বাংলাদেশী নাগরিক ভারতীয় মাদকদ্রব্য সহ গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর দানাজপুর সিমান্ত ফাঁড়ী বিওপি হতে হাবিলদার দীন বন্ধু রায় এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থান কৌশলে অবস্থান গ্রহণ করে। পরর্বতীতে রাত অনুমানিক ০২০০ ঘটিকায় ০৪ জন চোরাকারবারি মাদক ব্যবসায়ী সহ ০৭৯ পিস ইয়াবা, এবং ০৪ টি মোবাইল ফোন , নগদ টাকা ও ০১ টি প্রাইভেট কার আটক করতে সক্ষম হয়েছে বলে জানাগেছে। এলাকা বাসি মুগ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কে ধন্যবাদ জানান। আটক কৃত আসামি ব্যাক্তিদের এন এম ইসফাকুল কবির সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট, উপজেলা ভূমি অফিস পীরগঞ্জ, ঠাকুরগাঁও। কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক কে (৪০) চল্লিশ দিনের কারাদণ্ড এবং ০১ জনকে ৫,০০০ পাঁচ হাজার টাকা এবং অন্য ০৩ জনকে ৫০০ পাঁচ শত টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিদেরকে পীরগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন বিজিবি। আসামিরা ১/ মোঃ আহমেদ তানভীর হুদা ৪৫ পিতা মোঃ নুর হুদা গ্রাম পাহারপুর ২/ মোঃ রাব্বি ইসলাম ২৫ পিতা মোঃ কহিনুর ইসলাম গ্রাম পাহারপুর ৩/ মোছাঃ রামিশা জাহান নুপুর ১৮ পিতা মোঃ সাজু মিয়া গ্রাম ফুলবাড়ি ৪/মোছাঃ মুক্তা বেগম ১৯ পিতা মোঃ আলতাফ হোসেন গ্রাম পুরাতন নিউ টাউন। সকলের থানা ও জেলা দিনাজপুর।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

মোঃ আইয়ুব আনছারীঃ

পীরগঞ্জের দানাজপুর সিমান্তে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য  সহ আটক ভ্রাম্যণ ম্যাজিষ্ট্রেট কর্তৃক শাস্তিপ্রদান।

প্রকাশিত ০৬:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

০২ ডিসেম্বর ২০২৪ তারিখ গোপন সংবাদ ভিত্তিতে জানাযায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২) বিজিবি র দানাজপুর সিমান্ত রক্ষী বিওপি এর দায়িত্ব পূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৪০/৩ এস এর নিকট বর্তী আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আখ সেন্টার নামক স্থান দিয়ে প্রাইভেট কারযোগে বাংলাদেশী নাগরিক ভারতীয় মাদকদ্রব্য সহ গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর দানাজপুর সিমান্ত ফাঁড়ী বিওপি হতে হাবিলদার দীন বন্ধু রায় এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থান কৌশলে অবস্থান গ্রহণ করে। পরর্বতীতে রাত অনুমানিক ০২০০ ঘটিকায় ০৪ জন চোরাকারবারি মাদক ব্যবসায়ী সহ ০৭৯ পিস ইয়াবা, এবং ০৪ টি মোবাইল ফোন , নগদ টাকা ও ০১ টি প্রাইভেট কার আটক করতে সক্ষম হয়েছে বলে জানাগেছে। এলাকা বাসি মুগ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কে ধন্যবাদ জানান। আটক কৃত আসামি ব্যাক্তিদের এন এম ইসফাকুল কবির সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট, উপজেলা ভূমি অফিস পীরগঞ্জ, ঠাকুরগাঁও। কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক কে (৪০) চল্লিশ দিনের কারাদণ্ড এবং ০১ জনকে ৫,০০০ পাঁচ হাজার টাকা এবং অন্য ০৩ জনকে ৫০০ পাঁচ শত টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিদেরকে পীরগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন বিজিবি। আসামিরা ১/ মোঃ আহমেদ তানভীর হুদা ৪৫ পিতা মোঃ নুর হুদা গ্রাম পাহারপুর ২/ মোঃ রাব্বি ইসলাম ২৫ পিতা মোঃ কহিনুর ইসলাম গ্রাম পাহারপুর ৩/ মোছাঃ রামিশা জাহান নুপুর ১৮ পিতা মোঃ সাজু মিয়া গ্রাম ফুলবাড়ি ৪/মোছাঃ মুক্তা বেগম ১৯ পিতা মোঃ আলতাফ হোসেন গ্রাম পুরাতন নিউ টাউন। সকলের থানা ও জেলা দিনাজপুর।