বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোজাম্মেল হোসাইন হেলাল বলেছেন, “আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান মাসুদ সাঈদী জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক। ২০১৪ সালের জিয়ানগর উপজেলা নির্বাচনে সর্বাধিক ভোটে বিজয় এবং পাঁচ বছরের মেয়াদে দুর্নীতি বা অর্থ আত্মসাতের অভিযোগমুক্ত থাকা প্রমাণ করে তিনি সততা ও যোগ্যতার মডেল।”
তিনি দৃঢ় কণ্ঠে আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী জাতীয় নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে তার বিজয় শুধু সম্ভব নয়, নিশ্চিত।”
শনিবার (৯ আগস্ট) বিকেলে আল্লামা সাঈদী ফাউন্ডেশন অডিটরিয়ামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ আসনের সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোজাম্মেল হোসাইন হেলাল আরও বলেন, “এই পিরোজপুরের মাটিতে চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী—যিনি ১৯৯৬ ও ২০০১ সালে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সত্য ও ঈমানের পথে অবিচল থাকার অপরাধে তাকে ১৩ বছর অন্যায়ভাবে কারাগারে রাখা হয়। শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পিরোজপুরের মানুষ ভোটের মাধ্যমে এর জবাব দেবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসেন ফরিদ এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদীসহ জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।