০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর কচা নদীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন ড্রেজার আটক, ৩ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত ০২:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ২১ বার দেখা হয়েছে

পিরোজপুরের কচা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আজ বুধবার (২০ আগস্ট) দুপুর ১২ টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় নদী থেকে বালু উত্তোলনেরত অবস্থায় তিনটি ড্রেজার মেশিনসহ সাতজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোঃ জাহিদুল ইসলাম (৪০), মোঃ হাবিবুর রহমান (৪৫), মোঃ জালাল তালুকদার (৪০), মোঃ মিজান খান (৩৪), মোঃ হাফিজ (৪২), আব্দুল্লাহ আল মামুন (৫০) ও মোঃ লিটন খান (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইন্দুরকানি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান-বিন মোহাম্মদ আলী। এসময় ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ১১ ধারা লঙ্ঘনের দায়ে তিনটি ড্রেজারের প্রত্যেক মালিককে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জরিমানা প্রদান সাপেক্ষে আটককৃত সবাইকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়, পাশাপাশি বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তিনটি ড্রেজার উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

ড্রেজারের মালিক বেল্লাল মুঠোফোনের মাধ্যমে জানান যে, পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিল ও পৌর বিএনপির সদস্য সচিব সরোয়ার হোসেন এবং বিএনপি নেতা ফরিদ ওরফে ফরিদ মাঝাভাইকে প্রতি ফুটে ১ টাকা ১০ পয়সা প্রদান করে তারা বালু উত্তোলন করে আসছিলেন।

এ বিষয়ে পৌর বিএনপির সদস্য সচিব সরোয়ার হোসেনকে তার মুঠোফোনে জিজ্ঞেস করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেন। তবে ফরিদকে তার ফোনে কল দিলে সংযোগ পাওয়া যায়নি।

গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন মোহাম্মদ আলী বলেন,
“অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, ভাঙন তীব্র আকার ধারণ করছে এবং জনজীবন হুমকির মুখে পড়ছে। যেকোনো মূল্যে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কারো প্রভাব বা পরিচয়ে কাজ হবে না—আইনের চোখে সবাই সমান।”

Tag :
জনপ্রিয়

তারেক রহমান যেন দেশের প্রধানমন্ত্রী হতে না পারে, সে জন্য ষড়যন্ত্র করছে জামায়াত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর কচা নদীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন ড্রেজার আটক, ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত ০২:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

পিরোজপুরের কচা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আজ বুধবার (২০ আগস্ট) দুপুর ১২ টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় নদী থেকে বালু উত্তোলনেরত অবস্থায় তিনটি ড্রেজার মেশিনসহ সাতজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোঃ জাহিদুল ইসলাম (৪০), মোঃ হাবিবুর রহমান (৪৫), মোঃ জালাল তালুকদার (৪০), মোঃ মিজান খান (৩৪), মোঃ হাফিজ (৪২), আব্দুল্লাহ আল মামুন (৫০) ও মোঃ লিটন খান (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইন্দুরকানি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান-বিন মোহাম্মদ আলী। এসময় ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ হোসেন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ১১ ধারা লঙ্ঘনের দায়ে তিনটি ড্রেজারের প্রত্যেক মালিককে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জরিমানা প্রদান সাপেক্ষে আটককৃত সবাইকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়, পাশাপাশি বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তিনটি ড্রেজার উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

ড্রেজারের মালিক বেল্লাল মুঠোফোনের মাধ্যমে জানান যে, পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিল ও পৌর বিএনপির সদস্য সচিব সরোয়ার হোসেন এবং বিএনপি নেতা ফরিদ ওরফে ফরিদ মাঝাভাইকে প্রতি ফুটে ১ টাকা ১০ পয়সা প্রদান করে তারা বালু উত্তোলন করে আসছিলেন।

এ বিষয়ে পৌর বিএনপির সদস্য সচিব সরোয়ার হোসেনকে তার মুঠোফোনে জিজ্ঞেস করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেন। তবে ফরিদকে তার ফোনে কল দিলে সংযোগ পাওয়া যায়নি।

গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন মোহাম্মদ আলী বলেন,
“অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, ভাঙন তীব্র আকার ধারণ করছে এবং জনজীবন হুমকির মুখে পড়ছে। যেকোনো মূল্যে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কারো প্রভাব বা পরিচয়ে কাজ হবে না—আইনের চোখে সবাই সমান।”